পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RYVo শিবনাথ শাস্ত্রীৰ আত্মচাবিত [ »७थं *विः মধ্যে ফেলিয়া দিলাম। আমাদের পথের খরচ এইরূপ স্বতঃপ্রবৃত্ত দানেব দ্বারা চলিল। আমরা এইরূপে মুলতান, সঙ্কর, হায়দরাবাদ, করাচি হইয়া ষ্টীমার যোগে বোম্বাই গেলাম । হায়দরাবাদ । নবলরাষ।-হায়দরাবাদ-বাসকালের একটি স্মরণীয় বিষয় আছে। সেখানে আমি আমাদের ব্রাহ্ম বন্ধু। নবলব্রায় শৌকিরাম ventrifa ( Navalrai Shaukram Advani ) NRick Vgga অতিথি হইয়াছিলাম। র্তাহার সাধুতা, ধর্ম্মনিষ্ঠা, ও পরোপকার-প্রবৃত্তি দেখিয়া অতিশয় উপকৃত হইলাম। তিনি তখন গবর্ণমেণ্টের অধীনে একটি উচ্চকর্ম্মে নিযুক্ত আছেন। তঁহার বুদ্ধ পিতা শৌকিরাম তখনও জীবিত আছেন। তিনি আমাকে পুত্রের ন্যায় সমাদবে গ্রহণ করিলেন । আমি তাহার ভবনে প্রতিষ্ঠিত থাকিয়া। নবলরায় মহাশয়েব কাজ দেখিতে লাগিলাম। দেখিলাম, প্রধানতঃ র্তাহার উৎসাহ ও যত্নে একটী সুন্দর বাগানের মধ্যে একটী সমাজ-মন্দির নির্ম্মিত হইয়াছে। তাহাতে সপ্তাহে একদিন বিশেষ উপাসনা হয়। তদ্ভিন্ন সভ্যগণ প্রতিদিন সায়িত্ত্বকালে সেখানে উপস্থিত হইয়া ভগবানের নাম করিয়া থাকেন। আমি তাঁহাদের সহিত সেই সভাস্থলে গিয়া দেখিতাম, পা টিপিয়া টিপিয়া নির্বাক মৌনীভাৰে সভ্যেরা আসিতেছেন ; কেহ ঘরের কোণে, কেহ এক পার্থে, কেহ মাটীর উপর এক পার্থে বসিতেছেন , একটী সংগীত ও একটি প্রার্থনার পর আবার সকলে নির্বাক ও মৌনীভাবে ধীরে ধীরে বাহিরে বাইতেছেন ; বাগানের মধ্যে গিয়া। তবে পরস্পর কথাবার্তা হইতেছে। নবলরায়ের পরোপকার-প্রবৃত্তির চিহ্নস্বরূপ দেখিলাম, তিনি মধ্যবর্তী শ্রেণীর বালকদের জন্য একটী স্কুল স্থাপন করিয়াছেন। তাহাতে তাহার উৎসাহী ব্রাহ্মবন্ধু দিগকে শিক্ষক নিযুক্ত করিয়া সহরের ব্রাহ্মদল বৃদ্ধি করিতেছেন। ততিয়া প্রত্যেক রবিবার লীতে সমাজের উপাসনায় Y DDD DLLLBBS SDD DBDBS BBDD BDBBBB LBMMSDS