পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dvv > ] কোকনদা স্কুল গৃহে বক্তৃতা vSA6 কবে আছ, তার ভিতর আমাকে কোথায় নৌ-যাবে?” ভীমরাও কোন ৰূপেই শুনিলেন না। বলিলেন, “আসুন না, সেই ঘরেই সকলে থাকাৰ । BBBDB D DD DBD uHB BBSDBDD DS DD BDB K SS S বালীয়া আমাব। আপত্তির প্রতি কর্ণপাত না করিয়া মাল বহিৰার জন্য কুলী ডাকিয়া আনিলেন ; আমাকে লইয়া ৩াহার ভবনে উপস্থিত করিলেন, এব” তথায় লইয়া তাহাব মাত ভগিনী ও স্ত্রীব সহিত এক ঘরে স্থাপন করলেন। আমি বাহিরের দাবাতে মাদুর পাতিয়া বৈঠক করিলাম। ভৎপর দিন প্রাতে ভীমরাও বলিলেন যে, সম্মুখের রাস্তার অপর প। শ্বে একটা ছাপাখানা আছে, সন্ধ্যাব পর তাহার আপিসে কেউ থাকে না , তাহাদিগকে বলিয়া সায়ংকালের জন্য আপিসটা চাহিয়া লইবেন, সেখানে লোকে আসিয়া আমাব সঙ্গে সাক্ষাৎ করিবে ; কারণ অনেকে দেখা করিবার জন্য বাগ্র। আমি বলিলাম, “আচ্ছা বেশ, ঠিক কর।” তদনুসাবে ভীমরাও ছাপাখানার কর্ত্তাদের নিকট গিয়া দুই তিন দিন সন্ধ্যাকালের জন্য র্তাহাদের আপিস-ঘরটা চাহিলেন। র্তাহারা দিতে স্বীকৃত হইলেন। তদনুসারে সহরের শিক্ষিত ব্যক্তিদিগকে সম্বাদ দেওয়া হইল। কিন্তু আমরা সন্ধ্যার সময় বসিতে গিয়া দেখি, প্রেসওয়ালার প্রেসবাড়ীতে তালা দিয়া উধাও হইয়াছে। পরে শুনিলাম, তাহারা প্রাতে স্বীকৃত হইবার পর সহরের ব্রাহ্মণের সদলে তাহদের উপর পাক্তিয়া তাহাদিগকে নিবৃত্ত করিয়াছেন। শুনিয়া অনেক হাসিলাম, “বাপারে বাপ ! বৈন্ধের জলে স্নান করার এত সাজা !” কোকানদা স্কুল গুহে বক্তৃতা f-পরদিন প্রাতে ভীমরাওকে স্থানীয় ইংরাজী স্কুল কমিটির সভাপতি ম্যাজিষ্ট্রেট সাহেবের নিকট প্রেরণ করিলান। বলিলাম, “জেনে এস, তিনি স্কুলগৃহে আমাকে বস্তুত কমিতে দিবেন। কি না, এবং তিনি নিজে সভাপতি হবেন কি না।” বক্তৃতায় ধিয়া মহিল, Ihe Brahmo Samaj, its history and its placipe'