পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RRo শিবনাথ শাস্ত্রীব আত্মচবিত [ ৯ম পবিঃ দুইজনে এই লইয়া হাসাহাসি হইতেছে, এমন সময় আমি স্কুল হইতে আসিযা উপস্থিত। আমিও এই কথা শুনিয়া খুব হাসিতে লাগিলাম। প্রসন্নময়ীকে বলিলাম, “তোমাব মত স্ত্রী নিষে ঘব কব কিছুই কষ্টকবি নয় ; বেশ বুদ্ধি বাব কবেছ ত । যা হোক, আমাকে বললে আমি আয়না এনে দিতে পাবৃতাম।” প্রসন্নময়ী “তোমাব টাকাব টানাটানি যাচে কিনা, তাই বলি নি ।” কিযৎক্ষণ পাবেই ব্রহ্মময়ী চলিযা গেলেন । আমবা ভাবিলাম তিনি বাড়ী গেলেন। কিন্তু এক ঘণ্টাব মধ্যেই এক প্রকাণ্ড আয়না লইয আসিয়া উপস্থিত। বলিলেন, “এটা আমাব উপহাব ; নিতেই হবে।” এমন ভাবে এমন আগ্রহেব সহিত এ কথা বলিলেন যে, আমবা আব “না” বলিতে পাবিলাম না ; মন একেবাবে মুগ্ধ হইয়া গেল। পাবে জানিলাম, আমাদেব বাড়ী হইতে আব্ব বাড়ীতে যান নাই, একেবাবে বেন্টিক ষ্ট্রীটে গিয়া এক জানা দোকান হইতে আয়নাখানি কিনিয়া আনিয়াছেন । ব্রহ্মমৰীব জন্য দুর্গামোচন বাবুব বাড়ী আমাব জুড়াইবাব স্থান ছিল। সপ্তাহেব মধ্যে প্রায প্রতিদিন বৈকালে স্কুল হইতে আসিয়া ব্রহ্মময়ীব কাছে যাইতাম। গিয়া দেখিতাম, বসিবাব ঘব চেন্নাব কোঁচ টেবল প্রভৃতি দিয়া সুন্দবৰূপে সাজান, কিন্তু ব্রহ্মময়ী’ব সেদিকে দৃষ্টি নাই, তিনি মেজেব উপবে মাটীতে বসিয়া সমাগত কয়েকটী মেয়েকে পাশে বসাইয়া গল্প কৰিতেছেন।-একদিনকাব একটী ঘটনা বলি। একদিন একটা মেয়ে গল্পচ্ছলে বলিলেন, মিউনিসিপ্যাল মার্কেটে বেশ লিচু উঠিয়াছে, র্তাব আনাইয়া খাইয়াছেন। ইহাব পর কথাবার্তাব মধ্যে ব্রহ্মময়ী একবার উঠিয়া গিয়াছিলেন, ত্বরায় আসিলেন ; তাৎপরে আবাৰ কথায় বার্তায় হাসাহাসিতে সময় যাইতে লাগিল। ইতিমধ্যে মিউনিসিপ্যাল মার্কেট