পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 oV) শিবনাথ শাস্ত্রীব আত্মচাবিত [ ১৯শ পরিঃ কি ভ্রান্ত ধারণা, তাহা একবার ইংলেণ্ডের মধ্যবিত্ত শ্রেণীর নারীগণের সহিত মিশিলেই বুঝিতে পারা যায়। আমি যখন সেখানে গিয়াছিলাম, তখন নারীকুলের মধ্যে * বিস্তার করিবার জন্য, নারীকুলের রাজনৈতিক অধিকার স্থাপনের জন্য, নারীকুলের সর্বাবিধ উন্নতি বিধানের জন্য, নানা চেষ্টা চলিতেছিল। তাহার ফলস্বরূপ নারীগণের মধ্যে এক নুতন ভাব ও উন্নতি-সম্পূহ দেখা দিয়াছিল । সকল ভাল কাজে, সকল উন্নতির চর্চাতে, সকল আলোচনাতে, সকল সদনুষ্ঠানে নাৰীদিগকে দেখিতাম। কোনও সদনুষ্ঠানের সভাতে গিয়া দেখি, অৰ্দ্ধেকের অধিক নারী ; কোনও প্রসিদ্ধ ধর্ম্মাচার্য্যের উপদেশ শুনিতে গিয়া দেখি, নারী ঠেলিয়া প্রবেশ করিতে হয় ; কোনও বন্ধুর ভবনে কোনও সদালোচনার জন্য নিমন্ত্রিত হইয়া দেখি, অর্ধেকের অধিক নারী। নিম্নশ্রেণীর মধ্যবিত্ত পরিবারে নারীদিগের পড়ার অভ্যাস।-- দুই একটী বিষয় উল্লেখ করিলেই সেখানে নারীগণের কি অবস্থা।” দেখিয়াছিলাম, তাহা সকলে হদয়ঙ্গম করিতে পরিবেন। আমি র্যাহা দেয় ভবনে থাকিতাম তাহায্যের বর্ণনা অগ্রেই করিয়াছি। তাহাদিগকে নিয়শ্রেণীর মধ্যবিত্ত পরিবার বলিলেও হয়। তাহারী দ্বায়-জানালার পয়দা সেলাই করিয়া বিক্রয় করিয়া খাইতেন। অথচ বৃদ্ধ পিতাকে প্রতি সোমবার গৃহের নারীগণের পাঠের জন্য মুভীর সুপ্রসিদ্ধ পুস্তকালয় হইতে একতাড়া বই আনিতে হইত। সপ্তাহকাল গৃহের তিন করুষ্ঠা ও তাহদের মাতা ঐ-সকল পুস্তক পাঠ করিতেন। সেগুলি ফিরাইয়া দিয়া আবার সোমবার নূতন পুস্তক আসিত। কোনও দিন মায়ংকালীন আহারের পর মহিলাদের বলিবার ঘরে ঘদি উক্ষি BBDS GrBDD DB DDB DBDBBB EB gBB DDD LL LBBZ "এই পাঠ আন্ত্রি ১১টা ১২টা পর্যন্ত চলিত। গৃহস্থানীর যক্ষ লেঙ্গী