পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8S 9 শিবনাথ শাস্ত্রীর আত্মচাবিত [ ১৯শ পবিঃ আমি দুই দিন। ইহঁদের ভবনে থাকিয়া অপূর্ব ব্যাপার দেখিলাম। অগ্রেহ বলিয়াছি, তাহা স্ত্রীলোকের বাড়ী, পুরুষের নাম গন্ধ নাই ; চব্বিশ ঘণ্টার মধ্যে একটী পুরুষেৰ মুখ দেখা যায় না। যেৰূপে তাঙ্গাদের দিন যাইত তাহা এই। বড় কন্যাটীর ধর্ম্মভাব বড় প্রবল। তিনি ভোরে উঠিয়া নানাপ্রকাব ধর্ম্মগ্রন্থ বা ভাল ভাল উপদেশপূর্ণ গ্রন্থ হইতে উদ্ধৃতাংশ পাঠ করিতে থাকেন, এবং নিজে উপাসনা করেন। প্রাতঃকাল হইবামাত্র, যে যে অংশ বড় ভাল লাগিয়াছে তাহা দাগ দিয়া, ছোট ভগিনী ক্যাথরিনের মাথার বালিশের নীচে রাখিয়া, প্রাতঃকৃত্য সমাপনান্তে আপিসের জন্য প্রস্তুত হন । ৭টার সময় প্রান্তরাশের ঘণ্টা পড়ে। তখন গিয়া দেখি, মা, জ্যেষ্ঠা কন্যা, কনিষ্ঠা কন্যা, অপব দুই চারিটীি ভদ্রমহিলা, ও চাকরাণীর উপাসনাস্থলে উপস্থিত। সে উপাসনা নূতন ধরণের। গান হইল না, কেহ মুখে প্রার্থনা করিলেন না, জ্যেষ্ঠ কন্যা কোন ধর্ম্মগ্রন্থ হহঁতে কিয়দংশ পড়িয়া শুনাইলেন, তৎপরে সকলে মুদ্রিত নেত্রে দশ পনর মিনিট ঈশ্বর-ধ্যানে নিযুক্ত থাকিলেন। তৎপরে প্রাতরাশ সমাপন হইল। দেখিলাম, ইহঁরা নিরামিষাশী পরিবার, টেবিলে মাছ-মাংসের গন্ধও নাই। এই যে দুই একটী অপর স্ত্রীলোক দেখিলাম, তাজাদের বিবরণ এই। DD SL B BDBD DD DDB BuBDBB BsLEEB DDBB DBD DDDBD DBBBD লাগিলেন, তখন তিন মায়ে-বিয়ে বসিয়া এই পরামর্শ করিলেন যে, ' चनौबई, बंधन সম্পদ দিতেছেন, তখন তাহার কাজে তাহা লাগাইতে হইবে। ' তাহদের গৃহসংলগ্ন উদ্যানে একটি বাড়ী নির্ম্মাণ করিয়া তাহাতে হাসপাতালের মত রাখিতে হইবে। তাহাতে ডাক্তার, দাস দাসী, সুকলি থাকিবে। তঁহাদের মহিলা বন্ধুদিগের মধ্যে যে কেহ পীড়ির্ত হইয়া স্বাস্থ্যলাভের জন্য তাঁহাদের নিকট আসিয়া থাকিতে চাহিবেন, দুর্গােরা ঐ হাঁস্পাতালে আসিয়া থাকিবেন। এই পরিবারের ব্যৰে