পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W9oR শিবনাথ শাস্ত্রীব আত্মচারিত [ ১৩শ পরিঃ মিল আছে, কিন্তু আপনারা ঈশ্বরের যে ভাব ব্যক্ত করেন, তাহার সাহিত্যু আমার মিল নাই। আপনাদের ভাব অদ্বৈতবাদের ভাব, আমি ভক্তিধর্ম্মDBBBS SBBBD DDDS DDDS DBDiBDiS BDBBDDS g DBBDD BBDBS তাহার সঙ্গে প্রেমযোগেই মানবের পরিত্রাণ । ইহা লইয়া ম্যাডাম ব্লাভাট্রিক্কী আমাকে অনেক উপহাস বিদ্রুপ করিতেন ; আমি তোহার প্রতি কর্ণপাত করিতাম না । আমি লালসিংকে বোম্বাইয়ে বাখিয়া গুজরাটে গেলে, লালসিং প্রায়ই তাহাদের নিকট যাইতেন। আসিয়া শুনিলাম, তাহারা লালসিংকে পুত্রের ন্যায় বুকে ধরিয়া লইয়াছিলেন। দেখা করিতে গেলে ধরিয়া রাখিতেন ; উঠিতে গেলে উঠিতে দিতেন না , এটা ওটা খাইতে দিতেন; সে শিখের ছেলে, তাহার মাথায় লম্বা চুল ছিল,—ম্যাডাম স্লাভাইস্কীর সঙ্গিনী একজন মোম তাহার চুল আচড়াইয়া পরিষ্কার করিয়া বাধিয়া দিতেন। আমি গুজরাট হইতে ফিরিয়া যখন তাহদের সঙ্গে দেখা করিয়া বিদায় লইলাম, এবং লালসিংকে লইয়া স্বদেশাভিমুখে প্রস্থান করিলাম, তখন ম্যাডাম স্লাভাটুকী হাসিয়া বলিলেন, “তোমাদিগকে এত বোঝান বৃথা হইল।” SuBL tS DDDS BYB D BDDB JS বোম্বাই প্রেসিডেন্সী বাসকালের তৃতীয় স্মরণীয় ঘটনা গুজরাটের রাজধানী আহমদাবাদ নগরে ঘটে। তাহা এই। এই সময় রবিবাসরীয় মিরারের fistersja zatą ("Devotional" column 4 ) के बंटब्रव्र উক্তিরূপে নানা কথা প্রকাশিত হইত। উপাসক-মণ্ডলী ঈশ্বর চরণে গিয়া জিজ্ঞাসা করিলেন, তঁহাদের আচার্য্যকে তাহারা কি ভাবে দেখিবেন ? ঈশ্বর তািত্তরে, আচার্য্যকে কি ভাবে দেখিতে হইবে তাহা বলিয়া দিলেন ; ইত্যাদি। ডিভোশনাল কলমটি কেশৰ বাবুয়.নিজের বিশেষ উক্তি বলিয়া সকলে জানিত, এবং সেই ভাবেই সকলে গ্রহণ কথিত ।