পাতা:নিয়তি - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিয়তি । RVO ঘর থেকে কিনে আনলে । তার পর সারা দিনরাত ভাগাড়ে ফেলে রাখলে; ছাগলে বাট মুখে দিয়ে দুধ খাওয়ালে, ছেলে ম’লনা ; পাহাড়ের ওপর থেকে ফেলে দিলে, এক বঁাশের বাড়ের ওপর পড়ে গেল, ছেলে ম’লনা । ছেলেকে মারতে তোমার কত অর্থই না ব্যয় হয়েছে।--ভাগাড় থেকে রাখালে ছেলেকে নিয়ে গেল, তুমি আবার অর্থ দিয়ে কিনে আনলে, বঁাশঝাড়ের তলা থেকে নলাকারে ছেলে কুড়িয়ে নিয়ে গেল, তুমি আবার তাকে কিনে আনলে । এখন বুঝতে পারছি, সে ছেলে তোমারই সর্বস্ব নিতে জন্মগ্রহণ করেছে । ভাড়ু। চোপরাও হারামজাদী ! ফের বললে তোকে আমি AfãN CINT Garg ! কালী । সে ছেলে মরেনি । ভাড়ু এবারে সে যমের মূপে ঢুকেছে৷ কালী । যমের পেট চিৱে সে বেরিয়ে আসবে । ভাড়ু। ফের বললে, তোমাকেও তার সঙ্গে সঙ্গে যমের বাড়ী পাঠিয়ে দেব ।

  • কালী। যমের বাড়ী যাবে তোমার ছেলে নাড়ু আর তুমি তার বাপ ভাড়ু, ভয় নেই ভাড়, দত্ত, সে ছেলে মরবে না।

ভাড়। তবে রে বেটী ডাইনি ! (কালীকে ধরিয়া ভূতলে পাতন! Ra NCCR-NEISTER कांदी। भाद्वनि-अद्भनि-योद्धनि । ভাঙ, ( গলদেশ পীড়ন । এখনো বলুমরেছে। কালী । ( অতি কষ্টে উচ্চারণ: ) মা-রে-নি । ভাড়। তবে তুমিও মার ; ( নেপথ্যে-বাবা-বাবা ) য়্যাずrー\rー कांडौ । अछि-चांछ-चांछ-( भूभाई ) r