পাতা:কৃষিতত্ত্ব - নীলকমল লাহিড়ী.pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ክኁ” কৃষিতত্ত্ব । কাৰ্ত্তিক মাস হইতে পৌষ মাস পৰ্য্যন্ত বীজ রোপণের সময় । নূতন পলিযুক্ত চর ভূমিতে বিনা চাষে রোপণ করা যাইতে পারে। তদ্ভিন্ন ক্ষেত্র চাষ করিয়া রোপণ করিতে হয়, অনূ্যন তিনবার ক্ষেত্র চাষ করিয়া ঢেলা ভাঙ্গিয়া উত্তম সমতল (পাটী) করা কীৰ্ত্তব্য এবং ঘাস তৃণ মুখা আদি বাছিয়া ক্ষেত্র পরিষ্কার করিয়া বীজ বপন করিবে। বার ফুট ব্যবধান এক এক স্থানে তিন তিনটী বীজ রোপণ করিবে। - অৰ্দ্ধ ইঞ্চির অধিক নীচে বীজ প্রোথিত করিবে না । ক্ষেত্রে রস না থাকিলে অল্প অল্প জল দিতে হইবে। অন্ধুরোদগম হইয়া গাছ লতাইতে আরম্ভ হইলে যদি ক্ষেত্রে রস না থাকে, তবে গোড়াতে মধ্যে মধ্যে জল দেওয়া কৰ্ত্তব্য। ক্ষেত্রের মৃত্তিক সময়ে সময়ে খুড়িয়া আলগা করিয়া দিতে হইবে এবং সময়ে সময়ে নিড়াইয়া ক্ষেত্র পরিষ্কার রাখা আবশ্যক । ফাস্তুন মাস হইতে আষাঢ় মাস পৰ্য্যন্ত ফল উৎপন্ন হয় । ফল উৎপন্ন হইয়া কিঞ্চিৎ বড় হইলে বালি অথবা ধূলিবৎ মৃত্তিকা দ্বারা পাতলা করিয়া छाकिङ्गा gिव्न भीच्च श्कल दफु छ्छ्न् । এই ফলের শাস অপেক্ষা জল সুস্বাদু এবং ফলের মধ্যে স্নিগ্ধ সুমিষ্ট জলের ভাগই অধিক। বড় একটা ফলের মধ্যে অনুন পাঁচ সের জল থাকে । 打 খরমুজ, খরবুজ। অন্য প্রকার তরমুজ । তরমুজ যে প্রকার মৃত্তিকাতে জন্মে ইহাও তদ্রুপ মৃত্তিকাতে উৎপন্ন হয়। ক্ষেত্ৰ প্ৰস্তুত করা ও বীজ রোপণ আদি সকল প্রক্রিয়া তরমুজের তুল্য। এ ফলের মধ্যে তরমুজের মত অধিক জল থাকে না। ইহাও সুস্বাদু জলপানি দ্রব্য এবং অপক ফলের তরকারী হয় । heighbhumb ককটী। ফুটী, কাকড়, क्षि BBB BD DDBD BD DBB BB DDSDD DDBDBDB DBDBDBD DBK