পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V8 শিবনাথ শাস্ত্রীব আত্মািচবিত [ ৬ষ্ঠ পরিঃ ধবিলেন। তখন আমি অবাধে গৃহে গিয়া মাতাকে দেখি আসিতে লাগিলাম। আমাকে বাড়ীতে প্রবেশ কবিতে দেখিলে বাবা নিজে বাড়ী পবিত্যাগ কবিয বাহিবে যাইতেন, আমি গহে আছি। জানিলে সেদিকে আসিতেন না। আমাকে দেখা না। আমাব সঙ্গে কথা কহা বন্ধ বাখিলেন, কিন্তু আমাকে বাডীতে থাকিতে ও খাইতে দিতে আপত্তি কবিতেন না । ববং নিজে বাজাবে গিয়া যে-সকল দ্রব্য আমি ভালবাসি তাহা কিনিয়া আনিতেন , মাকে বলিতেন, “কলা-ভোঁদড ঘবে এসেছে, কলা কিনে এনেছি, খেতে দাও।” এইবাপ কিছুকাল চলিতে লাগিল। পত্নী প্রসন্নময়ীকে কলিকাতায লইয়া আসা। -আমি পিতৃগৃহ। হইতে তাড়িত হইয়া যেন আকৃলি সমুদ্রে ভাসিলাম। সৌভাগ্যোব বিষষ বড স্কলাবিশিপটা ছিল, সেজন্য অন্নবসেব চিন্তাতে অভিভূত হইতে হইল না। আমি আসিয়া পটলডাঙ্গা মিবজাফবাস লেনে, শ্রীযুক্ত বাবু হবাগোপাল সবকাবেব সহিত একত্র বাসা কবিলাম। তিনি বামতনু লাহিড়ীব লাতুষ্পপুত্রী শ্রীমতী অন্নদায়িনীকে বিবাহ কবিয়া সংসাব পাতিষ বসিলেন। অন্নদায়িনীব ভগিনী কুমাৰী বাধাবাণী লাহিডী তখন আমাদেব সঙ্গেই ছিলেন। ইহঁদেব সংশ্রবে থাকিয়া আমি বড়ই উপকৃত হইতে লাগিলাম । ইহঁাদিগকে দেখিয়া আমাব নাৰীজাতিব প্রতি শ্রদ্ধা অনেক বাড়িয়া গেল । বিশেষতঃ ইহঁাদিগেব সাহিত সম্বন্ধসূত্রে বামতনু বাবুব সহিত আলাপ পবিচয় হইয়া, পৃষ্ঠাতাতে আমি সাধুতাব যে আদর্শ দেখিলাম, তাহা ভুলিবাবা নহে। আমি শ্বাস্তবকুল হইতে প্রসন্নময়ীকে আনিয়া ইহঁদেব সঙ্গে বাস কবিতে লাগিলাম । প্রসন্নময়ী কলিকাতাতে আসিয়া গৃহধর্ম্মে প্রবৃত্ত হইলেন বটে, কিন্তু কয়েক মাসের মধ্যেই তঁাহাব স্বাস্থ্য একেবাবে ভাঙ্গিয়া গেল। আমাব স্কলারশিপ মাত্র অবলম্বন, এদিকে আবাব বি-এ পৰীক্ষাব বৎস উপস্থিত সাংসারিক চিন্তা, বোগীব সেবা,শিশুকন্যা হেমলতার রক্ষণাবেক্ষণ, এই সকল ।