পাতা:নিয়তি - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(8 fra NS | কালী। হাঃ হাঃ হাঃ ! এরা আমার কথা বুঝতে পারলে না । সে এ বারাঙ্গনার পুত্র নয়, আমি সে দেবতার মা ! শোন রাজা, আশ্চৰ্য্য BDD BDJKDB EBDYuDDDB BBBDS DDB BBDD DBBDS বেঁচে আছে কিনা । আজ আমি যার মা, কাল পৰ্য্যস্ত তাকে মেরে ফেলবার চেষ্টা করেছি ; কত চেষ্টা ! শুনলে--হে বীর ! তোমার ও বুক কেঁপে উঠবে। রাণী ! তুমি মূচ্ছি। যাবে। এক শিশুকে আমি হাজার গরুর পায়ের তলায় ফেলে দিয়েছিলুম, শিশু মরেনি- ষাড়ে বুকের তলায় রেপে তাকে রক্ষা করেছে। যে পথে হাজার হাজার বোঝাই শুদ্ধ গরুর গাড়ী যায়-অন্ধকারে রাজী, ঘূটলুটে আধা>ে আমি তাকে সেই পথে ফেলে দিয়েছি—শিশু মরেনি, গরু শিশুকে দেখে অচল হয়েছে । ভাগাড়ে নিক্ষেপ করেছি, ছাগলে দুধ খাইসু বঁচিয়েছে, শিশু মরেনি। পাহাড় থেকে ফেলে দিয়েছি।-বাশ ঝাড়ে তাকে কোলে করে নিয়েছে । অক্ষত দেহে শিশু মাটিতে পড়েছে-মরেনি । তার পর মাঝবার অসংখ্যা কৌশল-বিষ - 可令可一 শ্যামা থােক, স্মার বলিসনি-আমি স্তু গা কঁাপিছে *ቅ , কালী ! বেশ, শৈশবের কথা ক্ষান্ত দলুম। তারপর যৌবনে তাকে তোমার বাগানে ছেড়ে দিয়েছিলুম। জানি, বিধাতা এসে ও তাকে বাচাতে পারবে না ছেলে মলনা -- বাগান থেকে এই অমূল * উপহার নিয়ে চলে এলো কি রাজা, সাস্তুনা ’পাছ ? উদ ! আরও কিছু বলবার আছে ? কালী ! আছে বই কি রাজা ! ছিল, আছে-ৎ।াকবে । মে নৱাধিমের উত্তেজনায় আমি এই কাজ করেছি--তারপর সো-রাজী : -ভুসুকািভাগা মখন দেখলে, ছেলেটা কিছুতেই মলনা, তখন নিজেই তাকে মারবার সঙ্কল্প করলে " এই তলোয়ার-এই তোমার হাতের তলে -