পাতা:নিয়তি - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

è ffre ভাড়ু। দোহাই কালী-দোহাই কালী। এইবারে ফিরে এসে যেমনি বলবি ছোড়া মরেছে, অমনি তোর পাওনা আমি কড়ায় গণ্ডায় চুকিয়ে দেব। শোন কালী, শোন-আমি এ নগরের মহাশ্রেষ্ঠ-- আমার তুল্য ধন্যবান এ রাজ্যে নেই । রাজ্যে কেন-ভারতে নেই আর যখন ভারতে নেই, তখন পৃথিবীতে নেই ; তবু আমি ছেলেটার ভয়ে একদিন এক দণ্ডোপ্ত জন্যও সুখ পাইনি-একদিনও স্বচ্ছন্দে ঘুমুতে পাইনি। তুই আমাকে আজ রাত্তিরে এক দণ্ডের জন্য নিশ্চিন্তু হয়ে ঘুমুতে দে। -- আর লাখ টাকা মূল্যস্বরূপ নে ! আমার একাদণ্ডে লাখ টাকা আয়—কালী, আমার একাদণ্ডের ঘুমের দামও লাখ টাকা । নিয়ে আয় ছোড়ার মৃতু্য সংবাদ-সংবাদ এনে টাকা নে । काव्गी । cठमांद्ध eड छेद 1 * ভাড়ু । আমার এত টাকা-আমি ধনকুবের । কালী । এত টাকাতে শু তুমি ভাল ক’রে খাওন-ভাল কাপ ॥৬ °-- ভাড়ু, । ওই ষ্ঠোড়াটার ভয়ে খাইন, পারি না। কালী ; এত টাকাসু মালিক হয়ে, তুমি আমার মত দরিদ্র, গণি - করে প্রতি আসক্ত ! ভাড়। ওই ছোড়াটালু ভয়ে, পঞ্চালী আমি তোমাতে আসক্ত হয়েছি । তোমার রূপে আমি আসক্ত হইনি-আমরা বেনে, ভালবাসার ভেতর থেকেও স্বার্থের দিকে নজর রাখি । সেই বিশ বৎসর পুৰ্ব্বে কাল, একবার পূর্বাবস্থা স্মরণ কর । আমি সন্ধ্যার সময় পালকী ক’রে রাজার বাড়ী থেকে যখন ফিরে আসছিলুম, সেই সময় দেখলুম তুমি বেশ ভুষ ক'রে নিজের কুটীর দ্বারে দাড়িয়ে আছ । তোমার দৃষ্টি পালকী ভেদ ক’রে আমাকে গ্ৰাস করতে এসেছিল । তোমার সে তীব্ৰকটাক্ষ আমি আজও পৰ্য্যন্ত বিশ্বত হইনি। তারপরেই