পাতা:নিয়তি - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fEfTs V ছেলে না খেয়ে মারা যাক ; নাও তলোয়ার খানা যায়, ছেলে তোষার জন্য নিয়ে এসেছে ! চল বাপৰ-মুখে জল দেবে চল । ঘো। ও তলোয়ার ছুলেই তোমার সব রোগ সেরে যাবে। তবে সাবধানে হাতে করবে, অত্যন্ত ধার ; খোলা তলোয়ার পেয়েছি, g Pt f II মা। ওর উপযুক্ত একটা খাপ তইরি করে ব্যবহার কর, ঘোষক। এনেছে উপহার, বুঝলে ? এখন পাগলামী না করে ব্যবহার করা ব্যবহার কাের । ভাড়। আচ্ছা মাগন্দী, দাও-ব্যবহার করব-এর ঠিক যোগ ব্যবহার করব । O ( মাগন্দী ও ঘোষকের প্রস্থান ) टाॐ ठ. বেটা করলে কি ! কালীবোটি যা যা বলেছে সব ठिंक । ৩াব একটি বর্ণও মিথ্যে নয় । ঠিক সে ছোড়াটাকে বাগানের ভেতর ঢুকিয়ে দিয়েছিল । সেখানে সে স্বয়ং রাজারই নজরে পড়েছিল বুঝতে পারছি। এত রাজারই হাতের তলোয়ার, আমি অনেকবার এ অস্ত্র দেখেছি। বেটা রাজার সুমুখে পড়েও বেঁচে এলো ! রাজা ছোড়াটাকে কাটতে গিয়ে কিনা অস্ত্রটা শেষে উপহার দিয়ে দিলে। ! কি ক’রে বঁাচলো-কি ক'রে বঁাচলো ? মরণকালে ভয় পেয়ে ঘোষক কি নিজের পরিচয় দিয়ে দিলে । আমার কি নাম করলে ! আমার নাম করলেই তা মহাবিপদ ! ছোড়াটার শাস্তি কি আমার জন্তে, রাজা তুলে রাখলে নাকি ! ও বাবা ! তা হ’লেই ত আমার তুমতাড়াকি হয়ে গেল ! না, তা নয়, বলেনি। বললে এতক্ষণ আর আমাকে এখানে দাড়িয়ে থাকতে হ’ত না, পথ না রেখে আমি যদিও কোন কাজ করিনি, তবু সামলাতে অনেক বেগ পেতে হ’ত । তা যাহ’ক, এ অস্ত্ৰ নিয়ে আমি করব কি ? এ অস্ত্ৰ ত আমি ব্যবহার