পাতা:নিয়তি - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V)8 ffis) i ঘো ; ভাল লাগছে না ! মায়ের আদর পাবার কাঙালী আমি - প্ৰাণপুরে সেই আদর পেলুম-ভাল লাগবে না ! মা ! তবে অমান প্রশ্ন করলে কেন ? ঘো । কেন করছি, এখনি তুমি বুঝতে পারবে । আগে আম্যােঙ্গ বল-একটী কথাও মা গোপন করন । এই কি মায়ের আদর শু মা তোমার কথা আমি বুঝতে পারছিনা । ঘে তুমি যে রকম করে আমাকে আজ আ রু করলে, সকল মায়েই কি সন্তানকে এই রকম আদর করে ? মা ! আমি এখনও তোমাকে মায়ের যোগ্য অ্যাদির সন্ট বুতে ·*ද්රිණි.බ.1 % • ঘো ; পারছিনা।--আর ক’রন। } ম: ) ক বােব না ? 's' ঘো না, আমার ভয় করছে . মা ! তুমি কি মনে করছি গ’মি তোমাকে প্রতারণা করছি ? ঘো ৷ প্ৰতারণা । তা যদি বুঝতে পারতুম, যদি জানতে পারতুম তোমার এ আব্দর শুধু মুখের— অস্তুরোপু নয়, তাহলে অ’মি সুগ্ৰী शङ्गः । মা ! সুখী হতে ? বো ; পরম সুখী হতুমি শুনে চমকে উঠোনা মা ; আজি তুমি পুত্র হারা ! পুত্রের শোক বুকে চেপে, দয়াময়ী, তুমি আমাকে মারা ছেলের ওপর যত মমতা, সমস্ত দিতে এসেছি । আজ তোমার অদব পেয়ে, মা যে কি বস্তু তার আভাষ পেয়েছি । । কিন্তু ভয়--বড় ভয়-এ রকম আদর পাবার ভাগ্য আমার নয় । তা যদি হ’ত তাহলে শৈশবে আমি মাকে হারাতুম না । আমার ভয় হচ্ছে পাছে আবার তোমাকে হারাই ।