পাতা:নিয়তি - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ffகு R কালী ; ও ! এতক্ষণে সমস্ত ব্যাপার বুঝতে পারলুম ! একগর্ভে SZ S BD DBDK BBDLD LBLDL DD SS डीफ़, थाई डूहे ट्रैिक बूसछिन । কালী । ঘোষক বেঁচে থাকলে, তোমার ছেলে বড় শ্রেষ্টী হ’তে ዏተኾረ¶ "ብ【 ! ভাড়ু। ঠিক বুঝেছিাস, ঠিক বুঝেছিস । একজনকে দুনিয়া থেকে সরাতেই হবে । কে সরবে। কালী ? আমার ছেলে, না ঘোষক ? কালী। তোমার ছেলে সরবে ! ভাড়ু। কি বললি হারামজাদী ; আমার ছেলে সরবো! কালী । তোমার ছেলে সরবে-কেন সরবে। তবে শোন -যার ম্বর থেকে এ ছেলেকে আমি এনেছিলুম, এ তার পুত্র নয়। ভাড়ু। স্বর্ণকারের পুত্র নয় ? কালী । না শেঠজী, এই বালক আমারি মতন কোন অভাগিনী বারাঙ্গনার পুত্ৰ । ভাড়ু, । তোকে কে বললে ? কালুী। আমি বলছি, আজকে জেনে বলছি। ঘোষক মরেছে মনে ক’রে, পুরস্কারের লোভে মনে মনে উল্লাস করতে করতে আসছি এমন সময় পথে সেই স্বৰ্ণকারের সঙ্গে আমার দেখা হ’ল । আমি তাকে চিনতে পারিনি, কিন্তু সে চিনতে পারলে । দেখেই সে আমাকে সেই ছেলের খবর জিজ্ঞাসা করলে । আমি বেশ্য, অসংখ্যা রকমের ছিলনা জানাই আমার কাজ। সে জিজ্ঞাসা করতে না করতে আমি চোখে জল এনে ফেললুম। আমার চোখের জল দেখেই সে বললে“আমি বুঝেছি, আমার ছেলে মরে গেছে।” আমি বললুম-“আমার অঞ্চলের নিধি। আজই আমার ঘর আঁধার ক’রে চলে গেছে।” এই কথা শুনেই সে দুঃখ না জানিয়ে হেসে উঠলো। আমি তাই দেখে