পাতা:কৃষিতত্ত্ব - নীলকমল লাহিড়ী.pdf/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ठूषिङरु ! SGS এক বিঘা। ভূমিস্থিত চারি শান্ত গাছে প্ৰতি গাছে গড়ে আড়াই সের হিসাবে প্রতিদিন পঁচিশ মণ রস প্রাপ্ত হওয়া যায়। পাঁচিশ মণি রসে আড়াই মণ গুঢ় হয় । চাদি মাসের মধ্যে দুই মাস বাদ যায়। আর দুই মাস রস গ্ৰহণ করিতে হয়। দুই মাসে দেড় শত মণি গুড় হইবে। ইহার নূ্যন । কোন ক্রমেই হইবে না। ইহা এক প্ৰকাৰ নিশ্চয় জানা গিয়াছে।