পাতা:কৃষিতত্ত্ব - নীলকমল লাহিড়ী.pdf/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষিতত্ত্ব । >なを তদনন্তর আষাঢ় মাসে সেই সকল স্থানে চারা রোপণ করিবে। সেই বাগানে কদলী রোপণ করিলে চারা সকলের যথেষ্ট হিত হয়। তৎপরে সেই বাগানে অপকারক জঙ্গল হইতে দিবে না এবং প্রতিবৎসর DBB sLLDDB KDD SDDD DBBBBBD DBBD DBD S এইরূপ প্রক্রিয়া করিয়া চার জন্মাইলে তিন চারি বৎসরের মধ্যেই গাছ ফলিত হয়। এ গাছের প্রথম অবস্থাতে বৌদ্রের উত্তাপ না লাগিলে শীঘ্ৰ বৰ্দ্ধিত হয়, পাঁচ ছয় হাত উচ্চ হইলে পর রৌদ্রের উত্তাপে অনিষ্ট হয় না । একবিঘা। ভূমিতে চারিশত গাছ হইতে পারে। গড়ে বার্ষিক একশত प्रेक उम्रश श्ङ् ॥ ইহায় অপক ফলের গুণ-কষায়ত্ব, মুখমল রক্তময় শ্লেষ্মপিত্ত উদরাখুন নাশিত্ব, কাষ্ঠ শুদ্ধিকারিত্ব, সারকত্ব। পঙ্ক অথচ শুষ্ক ফলেৰ গুণ-কণ্ঠময়হরত্ব, রুচিকরত্ব, পাচনত্ব, রেচনত্ব, সন্মোহনত্ব, কষায়ত্ব, স্বাদুত্ব, ত্রিদোষ শমনুত্ব, বক্তক্লেদ মলাপহত্ব কিন্তু তাম্বুল ব্যতীত ইহা ভক্ষণ করিলে শীঘ্ৰ । পাণ্ডুবাতশোথাদি রোগ জন্মে। pinnation খৰ্জর । খেজুর, খাজুর । ইহা স্বভাবতঃ পলি মৃত্তিকাতেই উত্তম জন্মে। যে সকল প্রদেশে বর্ষা সময়ে প্রতিবৎসর জল উঠিয়া অধিক পরিমাণে পলি পড়ে, সেই সকল দেশের মৃত্তিকাই ইহার নিমিত্ত প্রশস্ত। চিকণ মৃত্তিকার ভাগ অধিক এরূপ দোয়াস মৃত্তিকাতেও জন্মে। পাবনার কিয়দংশ, ফরিদপুর, ঢাকা, যশোহর, কৃষ্ণনগর, বরিশাল, বাখর গঞ্জ প্রভৃতি জেলাতে ইহা অত্যধিক জন্মে। ইহার নিমিত্ত পরিশ্রম ও যত্ন অল্প, লাভ প্রচুর। অনায়াসে অল্প চেষ্টাতে গাছ জন্মান যাইতে পারে. বীজ রোপণ করিয়া চার জন্মাইতে হয়। চৈত্র বৈশাখ ও জ্যৈষ্ঠমাসে ফল পক হয়। সেই সময়ে সুপক সুপুষ্ট ফলের বীজ সংগ্ৰহ করিয়া রোপণ করিাধে