পাতা:নিয়তি - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিয়তি । OS থেকে বঞ্চিত করবে বলে, তুমি রাজাকে নিমন্ত্ৰণ করে আনছ। বিষয় দেব না বলবার জন্য তুমি মরা দেহে জোর করে প্রাণকে ধ’রে রেখেছি, তাই আমি তোমার অৰ্দ্ধেক কথা পেট থেকে বা’র করে দিয়ে চলে গেলুম। রাজার কাছে তোমার কথা শেষ হ’তে না হ’তে তোমার শেষ আগে হয়ে যাবে। নরাধম! এখন বুঝতে পারবিনি-দেবতার হাতে তোর মতন পিশাচের সম্পত্তি দিয়ে তোর যে কি মঙ্গল সাধন করলুম, তা এখন বুঝতে পারবিনি-মৃত্যুর পরে বুঝবি-যমদূতে যখন দণ্ড নিয়ে পীড়ন করতে আসবে, যখন সে জগতের কোনও স্থানে তুই সাহায্য পাবিনি-তখন বুঝবি-ঘোষকের দয়া, দাক্ষিণ্য, সরলতা, বিশ্বাস-তারা বাহু হয়ে তোকে বেষ্টন করে রেখেছে। যা-আমার বক্তব্য বলে চললুম-এইবারে তোর যা কৰ্ত্তব্য তাই কাবু। ( ega ) ভাড়ু। উ-আঁ। --রাজা-রাজা ওরে কে আছিস, রাজাকে ডেকে দে-আমি মরি। --মরি-বেটী আমায় বকিয়ে বকিয়ে মেরে ८शंन । भर्द्रि -ख्रि-छे:-बारे-शांशे - ( উদয়ন, দেওয়ান, দাসদাসীগণ ও প্ৰতিবাসিগণের প্রবেশ ) উদ । রাজশ্রেষ্ঠী ! আমি এসেছি । ভাড় । ( হান্ত তুলিয়া প্ৰণাম করণ \ আসন-আসন ( দেওয়ান কর্তৃক রাজাকে আসন দান ) উদ । আসনের জন্য ব্যস্ত হতে হবেন । হঠাৎ তোমার কি ব্যাধি হ’ল রাজশ্রেষ্ঠ ? ভাড়ু, বলছি পরে—পরে। আমি বেশী কথা কইতে পারবাে না। আপনার সম্মুখে আমি সমস্ত সম্পত্তির ব্যবস্থা করব। -- উদ। বেশ বল-শুধু আমি নই-প্ৰতিবাসী বিজ্ঞা বান্ধবেরাও