পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

सव्द्र ॰थैौ (r y পালকের রঙ, খয়েরি। তার পরে আবার মাথার দুই পাশের পালকের রঙ সুন্দর লাল। সিপাহীদের মাথায় যেমন লাল পাগড়ি থাকে, ইহাদের মাথায় সেই রকম লাল পালক থাকে বুলিয়াই এই পাখীদের সিপাহী বুলবুল নাম দেওয়া হইয়াছে। সাধারণ কালো বুলবুলদের মতো সিপাহী বুলবুলদের সদা-সর্বদা দেখা যায় না। একটু নজর রাখিলে তোমরা তোমাদের বাগানেই ইহুদিগকে কোনো সমুয়ে দেখিতে পাইবে। যাহা হউক, বুলবুলদের গলার স্বর মিষ্ট। এই জন্য লোকে এই পাখীদের ধরিয়া খাচায় রাখে। আগে আমাদের DBS DBDS DBDED DBB DDBD S D BBuBD DBDDD দেখিতেন। কিছু দিন আগেও আমাদের দেশে বুলবুলের লড়াই হইত। লোকে সখা করিয়া বুলবুল পুষিত। তার পরে দুইটা বুলবুলকে ছাডিয়া দিলেই, তাহারা পরস্পরকে আক্রমণ করিয়া ঠোক্রাতৃকার সুরু করিত। লোকে নাকি ইহা দেখিয়া খুব আমোদ পাইত । “হরবোলা” পাখীর হয় ত তোমরা নাম শুনিয়াছ। এই পাখীরা নাকি অন্য পাখীদের গলার স্বর নকল করিতে পারে। এই জন্যই ইহাদের নাম হরবোলা। এই পাখীরা বুলবুলদেরই জাত-ভাই। ইহাদের লেজ ছোটো, ঠোঁটু সরু এবং কতকটা বঁকা। গলার রঙ নাকি নীল। “হরবোলা”দের বাংলা দেশে প্রায়ই দেখা যায় না ।