পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলার পাখী। s বাহির করে। এই পরের বাচ্চাদেরও কাকেরা খুব যত্নে পালন করে। বােধ করি বাচ্চাদের খুব ভালবাসে বলিয়াই কোনটি নিজের বাচ্চা এবং কোনটিই বা কোকিলের বাচ্চা, তাহা কাকেরা চিনিতে পারে না। বড় হইয়া উড়িতে শিখিলেও কাকদের বাচ্চ বাপমার BDBD DBD DBBBDB BBD D DBBDBSKBDD K DDD তাহারা কেবলই খাবার চায়। আমাদের বড় ছেলেরা যদি এই রকমে বাপমার কাছে খাবার চাহিত, তাহা হইলে হয় ত दांय ७ भी उाशन शाल 55 भांब्रिीडम। किलु कांकरप्रद्ध বাপ মা সে-রকম কিছুই করে না। বুড়ো বুড়ো ছেলের অনেক আবদার, তাহারা খুব শাস্ত হইয়া সহ করে। তাহাদের মুখের মধ্যে নিজেদের ঠোঁট প্রবেশ করাইয়া মুখের খাবার তাহদের খাওয়ায়। এজন্য কাকদের সত্যই সুখ্যাতি করিতে হয়। কাকদের স্ত্রী-পুরুষের মধ্যে ভাবও খুব বেশী। এক-এক জোড়া কাক সমস্ত বৎসরই কাছে কাছে থাকে এবং একই জায়গায় চরিয়া বেড়ায়। অন্য পাখীদের মধ্যে ইহা প্ৰায়ই দেখা যায় না। তাহদের অনেকেই ডিম-পাড়ার সময়ে কেবল স্ত্রী-পুরুষ একত্র থাকে। তার পরে বাচ্চা বড় হইলে কেহ কাহারো সন্ধান রাখে না । অন্য কাজ থাকিলে স্ত্রী ও পুরুষ কাক কাছাকাছি হইয়া একে অন্যের গায়ে ও মাথায় ঠোট দিয়া সুড়সুড়ি দিতেছে, ইহা প্রায়ই দেখা যায়। ইহা