পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টিয়া এই বারে তোমাদের টিয়া পাখীদের কথা বলিব। ইহারা বড় সুন্দর পাখী । ঠোঁটু খুবই ধারালো-আবার উপরকারু ঠোঁটুটা সুন্দর বঁাকা। কিন্তু জিভ, বড় ছোটো । টিয়াদের ডানা ও লেজ দেখিয়াছ কি ? ইহাদের ডানা ও লেজ দুই-ই খুব লম্বা। সাধারণ টিয়া তোমরা নিশ্চয়ই সকলে দেখিয়াছ। হয়। ত তোমাদের কাহারো কাহারো বাড়ীতে পোষা টিয়া আছে। ইহাদের ঠোঁট লাল, গায়ের পালক সবুজ। তাই টিয়ার দল যখন গাছে বসিয়া থাকে, তখন সবুজ পাতার সঙ্গে তাহদের গায়ের রঙ এমন মিলিয়া যায় যে, তাহাদিগকে চেনাই যায় না। সাধারণ টিয়াদের চোখ সাদা। আবার পুরুয টিয়াদের গলায় কঁঠি থাকে এই কঁাঠির রঙ, বড় সুন্দর। ইহার গলার উপরকার অংশের রঙ গোলাপি এবং নীচের রঙ, কালো। দেখিলে মনে হয়, কে যেন তুলি দিয়া গলার BD g DBDD TDBDD DBYSSS SSB KB DBD কণ্ঠী থাকে না । তোমরা হয় তা ভাবিতেছ, পুরুষ, টিয়ারা