পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SoV বাংলার পাখী। কখনো তাহদের গলা হইতে সাত-আটবার, পৰ্য্যন্ত বাহির হয়। ঠিক দুপুর বেলায় ঘুঘুরা যখন দূরের বাগানে ঐ রকম সুরে ডাকে, তখন যেন তাহা কায়ার মতো শুনায় । গলার উপরে কষ্ট-ওয়ালা আর এক রকম ঘুঘু তোমুরাণ খোজ করিলে বাগানে দেখিতে পাইবে । ইহাদের ডাকও যেন কতকটা কান্নার মতো। তিলে त्रूशूद्र बाड् ऐशब्रा “कू-छू' * w ܥܡܛܢ సైక్ష్ याब्रबाद्र शंला श्श्रङ दाश्न्नि कान्न मा,. भूसू —“কু-কু-কু” কেবল এই শব্দেই বার-বার ডাকে। খুব ভোর হইতে সন্ধ্যা পৰ্য্যন্ত এই ঘুঘুদের ডাকের বিরাম দেখা যায় না। আমরা কখনো কখনো ইহাদিগকে রাত্ৰিতেও ডাকিতে শুনিয়াছি। এই দুই রকম ঘুঘু ছাড়া শ্যাম-ঘুঘু রাম ঘুঘু, ইত্যাদি নামের আরো ঘুঘু কখনো কখনো দেখা যায়। রাম ঘুঘুরা জঙ্গলের পাখী। জঙ্গল হাড়িয়া ইহারা প্রায়ই গ্রামে চরিতে আসে না ; বনে থাকিয়া বনের ফলই ইহারা থায় । তা ছাড়া এক রকম লাল ঘুঘুও মাঝে মাঝে দেখা যায়। ইহাদের ডান বেশ লম্বা ও গোলাপি রঙের। কিন্তু মাখােটা ধূসর। এই ঘুঘুৱা প্রায়ই ঝাকে ঝাঁকে চরিয়া ৰেড়ায়। ঘুঘুদের বারো মাসই ডিম হয়। তাই বাসা বঁবিবাব জন্য ইহাদিগকে বারো মাসই ব্যস্ত থাকিতে হয়। কিন্তু বাসগুলি দেখিতে একটুও ভালো নয়। কোনো-মাতে