পাতা:আত্মচরিত (সিগনেট প্রেস) - শিবনাথ শাস্ত্রী.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BDDSDDD DB BDBD DuB BBS DBDB BDB BDBD DDBS DDBDBD DuLDBB BB DDB DDBDD DBBDBS DD BBDB DDS DuuBDuB DBDBB BBD DBDBDS DDBB DDBDDS DBB DDDB BDB DD DDBBD DDD DD DBDBBDD DD BBB পড়িতে বসিতাম। তাহার পর সমস্ত দিন আমার সঙ্গে ভাঁড়ারের সম্পক থাকিত না। ঐ জিনিসপত্রের সঙ্গে চাকর-বাকরের তামাকও দেওয়া হইত। BDDDD DDD BDD DBDBDDB BDuBB BB S BBDB DD DuBkB DDD S BDBB বামন নবীনঠাকুর আসিয়া আমাকে বলিল, “ভীটি ৰাব, আমাদের আর একটি তামাক দিন ।* আমি প্রথমে বলিলাম, “যা তামাক দিবার কথা কাগজে লেখা আছে, তা তো দিয়েছি; আবার কোন চাও?” পরে ভাবিলাম, একটা তামাক বই তো নয়, দিয়া আসি। ভাবিয়া তামাক দিতে গেলাম। ভাঁড়ার খালিয়া তামাক দিতেছি, এমন সময় নবীনঠাকুর আমাকে বলিল, “ভটি বাবা, আমাদের সঙ্গে লাগলে এখানে টিকতে পারবেন না।” রাধিনী বামনের কথা শনিয়া আমার মনে হইল, ভাঁড়ারের চাবি আমার হাতে না রাখাই ভালো, চাকর-বাকর আমাকে অন্নাগ্রিত জানিয়া তেমন খাতির করে না, পদে-পদে তাহদের সঙ্গে বিবাদের সম্পভাবনা। এই ভাবিয়া পরদিন চাবিটা তাঁহাদিগকে ফিরাইয়া দিলাম। প্রকৃত কারণটা আর কাহাকেও বলিলাম না, কেবল মাত্র মহেশচন্দ্র চৌধরিীর খািল্লতাত-পত্র শ্রীশচন্দ্র চৌধরিীকে বলিয়াছিলাম, কিন্তু তাঁহাকে গোপন রাখিতে অনরোধ করিয়াছিলাম। আমি যখন চাবি ফিরাইয়া দিতে গেলাম, তখন কতাদের মধ্যে একজন বলিলেন, “কোন ফিরিয়ে দিচ্ছ ? তোমার উপর আমাদের পণ্য বিশ্ববাস, তোমার উপর এ-ভার থাকলে আমরা নিশ্চিত থাকি।” এই কথা যখন উঠিল, তখন শ্রীশ আসিয়া তাঁহাদের নিকট সমাদয় কথা ব্যক্ত করিলেন। ইহা লইয়া তাঁহাদের মধ্যে কথাবাত উঠিল, তাহা শনিতে শনিতে আমি চলিয়া গেলাম। যাইবার সময় দেখিয়া গেলাম, বড়দা (অর্থাৎ মহেশচন্দ্র চৌধরিী মহাশয়) বারান্ডার এক ধারে বসিয়া সন্নানের পাবে দাঁতন করিতেছেন। কয়েক মিনিটের মধ্যেই চাকর গিয়া বলিল, “ভটি বাবা, শীঘ্র আসন, শীঘ্র আসন; ভয়ানক কান্ড বেধেছে, বড়বাব (মহেশবাব) আপনাকে ডাকছেন।” আমি ফিরিয়া গেলাম। গিয়া দেখি বড়দা রান্নাঘরের দাবারে দাঁড়াইয়া সিংহগজনে নবীনঠাকুরকে বলিতেছেন, “রাখা রাখা হাতা বেড়ি রাখা! এখনি ঘর হতে বের হয়ে যা, নতুবা গলাধাক্কা দিয়ে বের করে BB S BDD DDB DBD DDDB BBB BDDDBBDSuBD DBDS BDDuDuBB LLBBD কি বলেছে, বল তো।” আমি বলিলাম, “বেশি কিছ বলে নাই, সামান্য একটা কথা বলেছে, সে জন্য রাগ করছেন কেন ?” বড়দা বিরক্ত হইয়া বলিলেন, “আঃ! কি বলেছে, তাই বল না। সামান্য কি বেশি, আমি বনবাব।” তখন আমি বলিলাম, “ও বলেছে, ওদের সঙ্গে লাগলে আমি টিকতে পারব না।” বড়দা বলিলেন, “বলতে বাকি রেখেছে কি ? দি ঘা জনতা মারলে কি সন্তুষ্পষ্ট হতে ? ঐ জন্যেই লোকে তোমাদের অপমান করতে সাহস পায়।” এই বলিয়া নবীনঠাকুরের দিকে ফিরিয়া বলিলেন, “যা, এখানকার কম গেল; এখানে তো তুই টিকতে পারলিই না, তারপর গ্রামে টিকতে পারিস কি না, পরে ভাববা৷” (তাঁহারা আমদপাের গ্রামের জমিদার ছিলেন, ও নবীন তাঁহাদের প্রজা ছিল।) 品 নবীন তাঁহাদের গহ হইতে তাড়িত হইয়া গিয়া পথের ধারে বাজারে এক দোকান আশ্রয় করিল। আমি স্কুলে যাইবার জন্য বাহির হইলেই দেখিতাম, নবীন বিষন্ন মখে &总