পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VR निवनाथ नांौब्रजांचष्ब्रिऊ লিখিত আছে। সেগুলি এরূপ উৎকৃষ্ট যে অতটুকু বালকের লিখিত বলিয়া বোধ হয় না। অনুমান করি, সেগুলি অন্য কোনও স্থান হইতে নকল করিয়া লইয়াছিলাম। তাহাতেও এই প্রমাণ হয় যে, নয় দশ বৎসর বয়সেও ভাল কবিতা দেখিলেই নকল করিয়া লইতাম । igD DE gEBD BB DB S DBDBDSBDBB BDDDDDBD DBDBD স্মরণ হয়। আমাদের স্কুলের সন্নিকটের গলিতে একটী বালিকা ছিল। সে আমার সমবয়স্ক, দেখিতে যে, খুব সুন্দরী ছিল, তাহা নহে, কিন্তু তাহার মুখখানি আমার বেশ লাগিতা। সে তাহাদের বাড়ীর উঠানে খেলা করিত। আমি আর-একটী বালকের সঙ্গে রোজ তাহাকে দেখিতে যাইতাম । সে তার মারি ভয়ে পথের বালকের সহিত বড় বেশী কথা বলিত না ; কিন্তু সে জানিত যে আমরা তাহাকে দেখিতে ও তাহার সঙ্গে কথা কহিতে ভালবাসি, তাই সে আমাদের কণ্ঠস্বর, শুনিলেই বাহিরে আসিত ও এটা ওটা যাহা দিতাম গোপনে লাইত। আমি বোনের মত, তাহাকে কাছে চাহিতাম, কিন্তু তাদের বাড়ীর লোকে তাহা দিত না। বহুবাজার পাড়া হইতে কলেজ উঠিয়া গেলে আমরা তাহাকে হারাইলাম। এই সময়ের স্মরণীয় বিষয় আর-একটা আছে। আমার দুইটা সহাধ্যায়ী বালকের মাতারা এই সময়ে আমার মাসীর কাজ করিয়াছিলেন। তঁহাদিগকে আমি মাসী বলিয়া ডাকিতাম ; সর্বদা তােহবদের বাড়ীতে যাইতাম ; তেঁহাদের কন্যাদের সঙ্গে ভাইবোনের মত খেলিতাম। शेशप्ड अभिांब अननौव्र ७ डनिौव्र अडांव ग्रूद्ध श्ठ। डांग चिनिन কিছু গৃহে হইলেই তাহারা আমাকে ডাকিয়া খাওয়াইতেন। পাছে আমি কুসঙ্গে পড়ি এই ভয়ে তাহার কলেজের ছুটীর দিনে আমাকে নিজেদের বাড়ীতে রাখিতেন।