পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS শিবনাথ শারীর আত্মচারিত কখনও কখনও গ্রামের বিষয়ী লোকদিগের গৃহে ক্রিয়া কর্ম্ম হইলে, পোর अछ विश्वविब्र डालि आनिड। उांजिब्र अर्थ qकथानि जब्रांड qकरे त्रिनि ও দশ বারটী সন্দেশ, তৎসহ একটি ঘড়া, কি একটী গাড় কি কতকগুলি মুদ্রা। আমি বাহিরে খেলা করিতে করিতে যদি দেখিতাম যে ডালি । আমাদের ভবনের অভিমুখেই যাইতেছে, তখনি সঙ্গ লইতাম । প্রপিতামহ মহাশয় বাহির বাড়ীর দিকে এক রকে বসিয়া জপ করিতেন । লোকে ডালিটী সম্মুখে রাখিয়া তাহার হাত ধরিয়া ছায়াইয়া দিত। তিনি বুঝিতেন যে ডালি আসিয়াছে। জিজ্ঞাসা করিতেন, “কার বাড়ী হতে” । DDDSDDD BBDD DD BDD DBBB iD S DBBz E BDDBB ডাকিতেন “বাবা!” আমি অমনি ছোট ছোট অঙ্গুলিতে র্তাহার গা চুইয়া দিতাম ; ভাবিতাম বেশি চেচাইলে মা শুনিতে পাইবেন। প্রপিতামহ বুঝিতেন। বাবা উপস্থিত। টাকাগুলি নিজের কাছে রাখিয়া বলিতেন, “এই সন্দেশের সারা মাকে নিয়া দেও৷ ” বাবা তো সরাখানি লাইয়া একান্তে দাড়াইয়া অধিকাংশ সন্দেশ খাইলেন, শেষে রান্নাঘরের কাছে গিয়া বলিলেন, “মিত্রের বাড়ী থেকে ডালি এসেছিল, ঐ সে সরা।” এই বলিয়াই রান্নাঘরের দাবাতে সরাখানি রাখিয়াই দৌড়। মা রাগিয়া পোর নিকট আসিয়া বাকাবিকি করিতেন। বলিতেন, “আমাকে কি ডাকতে পার না ? বড় যে ৰাবা বাবা কর, ঐ বাবা সব সন্দেশ খেয়ে ফেলেছে।” প্রপিতামহ মহাশয় শুনিয়া ভাসিয়া উঠিতেন, “হাঃ হাঃ বেশ SBLLLLDSSSDLDYS YD DY YL S EBBD DBBDB DBDB BBDB D DBD মায়ের হাতে পড়িত, তখন পো তাত দিয়া সন্দেশগুলি গণিয়া রাখিতেন। তারপর তাকে প্রতিদিন কয়টা করিয়া সন্দেশ দেওয়া হইত। তাহা গণিতেন। যদি দেখিতেন অধিকাংশ তাকে দেওয়া হইয়াছে, তাহা হইলে ফাটাফাটি করিতেন, “আমাকে যদি সব দিলে তো বাবা খেলে কি ?”