পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

98 त्रिंबनांथं बांौद्ध स्त्रांप्रुब्रिख् BDD B DDD SS SzTrDB SBDDBDBDS DDDB DD BDB নামাইল, তখন আমি গিয়া তার সম্মুখে দাড়াইলাম, মনে হইল সে আমার দিকে চাহিয়া রহিয়াছে এবং তাহার দুই চক্ষে জলধারা পড়িতেছে। সেই চক্ষের জলধারা এই দীর্ঘকাল ভুলিতে পারি নাই। উন্মাদিনী চলিয়া গেলে গৃহ শূন্য দেখিলাম। তৎপরে আমার তিন ভগ্নী জন্সিয়াছে, এবং তদ্ভিন্ন পরের মাকে মাসী পরের বোনকে বোন অনেকবার করিয়াছি, কিন্তু শৈশবের সেই বিমল আনন্দের স্মৃতি হৃদয় হইতে বিলুপ্ত হয় নাই। বোধহয় ইহার পূর্ব বৎসর পূজার সময় আমার প্রপিতামহদের স্বৰ্গারোহণ করিয়াছিলেন। তাহার মৃত্যুশয্যার কথা আমার স্মরণ নাই। বোধহয় TTDB DuDBDBBBD O DD DBBBDB DBDBD BDD DBD BDBB আছে । উন্মাদিনী যখন পাঁচ ছয় মাসের মেয়ে, তখন মা তাহাকে তঁহার সম্মুখে রাখিয়া, তাহার কাতখানি লইয়া উন্মাদিনীর উপরে রাখিলেন এবং চীৎকার করিয়া বলিলেন, “এই মেয়ে হয়েছে দেখ, পদধূলি দেও, আশীর্ব্বাদ কর।” প্রপিতামহদেব দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া বলিলেন, “মারে দয়াময়ি! দুলতে না পেরে আবার এসেছিস।” প্রপিতামহের দয়াময়ী ও করুণাময়ী নামী দুইটী কন্যা শৈশবেই গত হইয়াছিল। তিনি বিবেচনা করিলেন, সেই দয়াময়ী পুনরায় আসিয়াছে। তদবধি উন্মাদিনীকে তিনি দয়াময়ী বলিয়া ডাকিতেন, উন্মাদিনী বাবার প্রদত্ত নাম। এই জেলিয়াপাড়ার বাসায় থাকিতে থাকিতে আমার প্রথমবার বিবাহ হয়, সাল তারিখ মনে নাই। তখন ঠিক কত বয়ঃক্রম ছিল, তাহাও স্মরণ নাই। ১২১৩ বৎসরের অধিক হইবে না। আমার মাতুলালয়ের সন্নিকটস্থ রাজপুর গ্রামের ৬/ নবীনচন্দ্র চক্রবর্ত্তীর জ্যেষ্ঠা কন্যা প্রসন্নময়ীর সহিত আমার প্রথম বিবাহ হয়। প্রসন্নময়ীর বয়ঃক্রম তখন দশ বৎসরের অধিক হইবে না। আমাদের দাক্ষিণাত্য বৈদিকদিগের কুলপ্রথা