পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ORe শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত বন্ধুভাবে গোপনে টাকাটা ফেলিয়া দিবার জন্য অনুরোধ করিয়া কেশব বাবুকে পত্র লিখিয়াছিলেন। কিন্তু হায়, বলিতে লজ্জা হইতেছে! দলাদলিকে শত ধিক্কার দিতে ইচ্ছা করিতেছে! ইহা মানব-প্রকৃতিকে কিরূপ বিকৃত করে ভাবিয়া দুঃখ হইতেছে! ইহার পরেও কেশব বাবুর অনুগত প্রচারকগণ তঁাহাদের সংবাদপত্রাদিতে শ্লেষ করিয়া লিখিলেন, যে, বিরোধীদল কি কম করিয়াছেন, আচার্যোর নামে নালিশ পর্য্যন্ত করাইবার চেষ্টা করিয়াছেন ; এবং ঐ শ্লেষের ভঙ্গীতে বুঝিতে পারা গেল যে, তাহাদের অভিপ্রায় যে আমি প্রধানতঃ ঐ কার্য্যে উদ্যোগী ছিলাম। ঐ শ্লেষোক্তি পাঠ করিয়া আমার চক্ষে জলধারা বহিল এবং দলাদলির অনিষ্ট ফল মনে বড়ই छांघ्रि पठेवि । আবার সমাজের কাজের কথা বলি । মান্দ্রাজ হইতে কলিকাতা tDB DDBBDS DBB D S DBDDD s sBDS DDBBBDY DB পড়িয়া গেল। সেটা অৰ্দ্ধনির্ম্মিত উপাসনা-মন্দিরটিকে সম্পূর্ণ করিবার উপায় বিধান করা । ১৮৭৯ সালের প্রারম্ভে মন্দিরের ভিত্তি স্থাপিত DSS DB BDBDBDBD DDBD KuBD DBBBuuY D DDBBD DDD BBS SDB D DBD DDDD DDD DBDBB DBB DBBD চাচিলেন। সুপ্রসিদ্ধ রুড়কি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র বিনা ব্যয়ে প্ল্যান প্রভৃতি কুরিয়া দিয়া বিশেষ সাহায্য করিতে লাগিলেন। নির্ম্মাণকার্য্য অগ্রসর হইতে লাগিল। ১৮৮০ সালের মাঘোৎসব অৰ্দ্ধনির্ম্মিত মন্দিরের মধ্যেই হইল। তখন আশা করা গিয়াছিল যে, ১৮৮১ সালের মাঘোৎসব সমাধাপ্রাপ্ত মন্দিরের মধ্যেই হইবে। কিন্তু ১৮৮০ সালের আগষ্ট মাসে দেখা গেল যে, অবশিষ্ট কয়েক মাসের মধ্যে অবশিষ্ট কার্য্য শেষ হওয়া BDBDBSS SDBBDDB DBBB DDDD iDD DD sBB DBS DDBB