পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S S শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত আমার বাড়ীতে তিনি আমার ভগিনীর ন্যায় হইয়া আমাদের কষ্টের অংশ লইয়া কয়েক বৎসর ছিলেন। তৎপরে ঈশ্বর-কৃপায় অতি উপসৰু ব্যক্তির সহিত বিবাহিত হইয়াছেন। আমি তাহার। গণেশ মুন্দরী নাম DBD DBB DB BDD DBBDDD BB DDD S BDDB সেই নামে এখনও আমার ভগিনী বলিয়া ব্রাহ্মসমাজে পরিচিত । কেশব বাবু কয়েক মাস পরে ইংলণ্ড হইতে ফিরিয়া আসিলেন । তিনি আসিয়াই নানা নুতন কাজের প্রস্তাব করিলেন। Indian Reform Association aita aksi Tsi gra ssi তাহার অধীনে Temperance, Education, Cheap I-iterature, Technical Education প্রভৃতি অনেক বিভাগ স্থাপন করিলেন। আমি সকল কাজেই "তাহার অনুসরণ করিতাম। আমি সুরাপান বিভাগের সভারপে “মদ না গরল” নামে একখানি মাসিক পত্রিক বাহির করিলাম। তাহাতে সুরাপানের অনিষ্টকারিতা প্রতিপন্ন • করিয়া গদ্যপন্থময় প্রবন্ধসকল বাহির হইত। সে-সমুদয়ের অধিকাংশ আমি লিখিতাম। শুদ্ভিন্ন “সুলভ সমাচার” নামক এক পয়সা মূল্যের যে সংবাদপত্র বাতির ভাইয়াছিল, তাহাতেও লিখিতাম । g its cer its ster Society of Theistic Ifriends(t পুনরুজ্জীবিত করেন, তাহাতে আমাকে বক্তৃতা করিতে বলেন। তদনুসারে আমি ইংরাজীতে এক বক্তৃতা করি। কেশব বাবু সভাপতি ছিলেন। সে বক্তৃতার দিনের অন্য কথা অধিক মনে নাই। এইমাত্র মনে আছে, আমেরিকার ইউনিটেরিয়ান মিশনারী সুপ্রসিদ্ধ ড্যাল সাহেব সেদিনকার সভাতে উপস্থিত ছিলেন। তিনি আপনাকে Brahmo follower of Christ বলিয়া ঘোষণা করিলেন। কেশববাবু আঁচাকে উপভাস করিলেন ।