পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R O শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত সে ছোকরাকে সত্য কথা বলাইবার জন্য অনেক বুঝাইলাম, কিছুতেই স্বীকার করিল না। তৎপরে তৃতীয় শ্রেণী হইতে চারিপাঁচটি বালক ডাকাইয়া তাহাকে দেখাইলাম। তাহারা তার মুখের উপর বলিয়া গেল যে সে দশটার সময় আমাদের স্কুলে আসিয়াছিল। আমি তখন তাহার কান ধরিয়া ঘরের কোণে দাড় করাইয়া দিলাম, এবং তাঙ্গাকে এক ক্লাস নামাইয়া দিবার জন্য ভোলানাথ বাবুকে এবং তাঙ্গার পিতার নাম জানিয়া লইয়া তার পিতাকে চিঠি লিখিতে প্রবৃত্ত হইলাম। তখন সে ভ্যা করিয়া কঁাদিয়া ফেলিল, এবং আমার পায়ে ধরিয়া সমুদয় কথা স্বীকার করিল। ইহার পর সে সহজেই নিস্কৃতি পাইল। ইহার পর চতুস্পার্থের স্কুলমহলে আমার প্রতি ছেলেদের একটা BB DBDD BYSS S BD DBD BDBDB BDBDD BBDB BkDDBD DBDDD DBDBSS TBDD DB DD DDBDDB YB BuB DDD DBD হইয়াছি, দেখিলাম কয়েকজন বালক আমাকে দেখিয়াই গোলদীঘির ভিতরকার গাছের ঝোপের আড়ালে গিয়া লুকাইল। তাহারা ওরূপ না লুকাইলে বোধ হয় আমি লক্ষ্যই করিতাম না। কিন্তু লুকাইবার চেষ্টা করাতেই আমার চক্ষে পড়িয়া গেল। আমি দীঘির ধারে গিয়া DBDBB DBBuB DB SDBDDBBD DD uBDDBDD BDBDBB DuD জড়সড় হইয়া আমার নিকট আসিল । আমি-তোমরা কোন স্কুলের ছেলে ? তাহারা-আজ্ঞে এলবার্ট স্কুলের, হিন্দুস্থলের, হেয়ার স্কুলের। আমি-তোমরা এমন সময় স্কুলে না থাকিয়া এখানে আছ কেন ? তাহারা-আজ্ঞে। পরের ঘন্টাতে ক্লাসে যাব। আমি-তোমাদের মধ্যে আমাদের সিটিস্কুলের ছেলে কেউ আছে ? V9QS—VURGI VAQ