পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ VORS অবস্থাতে আশ্রয়দাতারা মেয়েটকে ইংরাজী ও সংস্কৃত শিখাইয়াছেন। BD BBBD DuDB uBDDLB BBBD DDD DDD DDBD BDB জননী তাহাকে আমার সঙ্গে কলিকাতায় আনিয়া তাহার বিবাহ দিবার জন্য অনেক অনুরোধ করিলেন ; কিন্তু তখনও আমাকে অনেক স্থানে যাইতে হইবে বলিয়া আমি তাহা করিতে পারিলাম না । কয়েক বৎসর পরে বাঙ্গালোরে আবার গিয়া মেয়েটার বিষয়ে অনুসন্ধান করিতে প্রবৃত্ত হইলে লোকে বলিল যে তাহার মার মৃত্যু হইয়াছে, এবং মেয়েটি খারাপ হইয়া গিয়াছে। শুনিয়া বড় দুঃখ হইল। মনে করিলাম কেন মেয়েটাকে সঙ্গে করিয়া আনি নাই, তাহা হইলে ত তাহাকে পাপ হইতে মুক্ত রাখিতে পারিতাম। এই সংবাদে তাহারা অনুসন্ধান ত্যাগ করিয়া রহিয়াছি, এমন সুময়ে একদিন সমাগত ভদ্রলোকদিগের সহিত কথোপকথন করিতেছি, তখন ভূত্য আসিয়া সংবাদ দিল যে “একটা ভদ্রলোকের মেয়ে আপনার সহিত দেখা করিতে চাহিতেছে।” পার্থের ঘরে গিয়া দেখি কমলাক্ষা অর্থাৎ কমলিনী উপস্থিত। তখন ২২২৩ বছরের মেয়ে। আমাকে দেখিবা মাত্র সে আমার পায়ে কতকগুলি ফুল রাখিয়া আমার পায়ে পড়িয়া প্রণিপাত করিল এবং আপনার পতি বলিয়া একজন শূদ্রজাতীয় ভদ্রলোককে আমার সহিত পরিচিত করিয়া দিল। ক্রমে শুনিলাম, তাহার জননীর শেষাবস্থাতে ঐ শূদ্রজাতীয় ভদ্রলোকের সহিত তাহার বিবাহ হইয়াছে। তাহার মাতার অভিভাবক সেই প্রাচীন ব্রাহ্ম ভদ্রলোকটী সে বিবাহ দিয়াছিলেন। ঐ বিবাহ অতি গোপনে হইয়াছিল বলিয়া লোকে জানে না। এই বিবাহের জন্য তাহার পতিকে স্বীয় সমাজে জাতিচু্যুত হইতে श्वांछ, देडां।ि उनिवा अनिनिड श्रेणाम। dछे विषवी नूडन शब्रभद्र বলিয়া স্মরণ আছে। ইহার পরে আর তাহার সঙ্গে দেখা হয় নাই।