পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SV9 শিবনাথ শান্ত্রিীর আত্মচারিত যশোরের লোকদের এক বাসা ছিল। শিশিরবাবু সেখানে মধ্যে মধ্যে । আসিতেন।. তিনি আসিলেই আনন্দবাদী দলের সমাগম হইত। তাহারা আমাকে ডাকিতেন। সে সময়ে প্রধানতঃ সংগীত ও সংকীর্ত্তন তইত । টাকীনিবাসী শ্রদ্ধেয় বন্ধু হরলাল রায় সেই কীর্ত্তনে গড়াগড়ি দিতেন। শিশিরবাবু চমৎকার কীর্ত্তন করিতে পারিতেন। তাহার কীর্ত্তনে আমাদিগকে পাগল করিয়া তুলিত। সেখানে নূতন ধরণের সংগীত হইত। কয়েক পংক্তি উদ্ধৃত করিলে তাহার ভাব হৃদয়ঙ্গম করিতে পারা যাইবে। একটী সঙ্গীতে ঈশ্বরকে সম্বোধন করিয়া বলা হইত, “তোমার রাগে রাঙ্গা নয়নতলে বহে দেখি প্রেমধার ” আর-একটা সংগীত যাহা তঁহাদের মুখে সর্ব্বদা শুনিতাম তাহা এই,

  • वांद्र स्त्रांबाबौ उांद्र दिग्द ब्रिद्धांन्त

তবে কেন রোগে শোকে পাপে তাপে বৃথা কান্দ ? মাঝখানে জননী বসে, সন্তানগণ তার চারিপাশে ভাসাইয়াছেন প্রেমময়ী প্রেমনীরে একবার বাহুতুলে “মা মা” বলে নৃত্য কর সন্তানবৃন্দ।” oई शॉन कब्रिग्र। नकल नूडा कब्रिडन। একদিকে যেমন অনুতাপ ও ক্রন্দন শুনিতাম, অপরদিকে ইহাদের কাছে গিয়া আনন্দ ও নৃত্য দেখিতাম, তখন ইহা বেশ লাগিতা। শিশির বাবুদের ভাইয়ে ভাইয়ে ভােব দেখিয়া মন মুগ্ধ হইয়া বাইত। ইহার পরেই র্তাহারা কলিকাতা হিদেরাম বাড়ুর্য্যের গলিতে আসিয়া বাসা করিয়া থাকেন। সে সময়ে তাহাদিগকে সর্ব্বদা দেখিতাম। শিশির বাবুর অমায়িকতা দেখিয়া আমার মন মুগ্ধ হইয়া যাইত। একদিনের কথা স্মরণ DBLSDD BD LBDBD BBBD BDBD DDDDS DDBBz