পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R. Vee শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত আমি-(রাজনারায়ণ বাবুর প্রতি) কেবল ব্রাহ্মণ-ভোজন নয়, হাতে হাতে বিদায়টা হয়ে যায় দেখাচি । রাজনারায়ণ বাবু-তাইত সেইরূপ গতিক দেখছি। মহৰ্ষি চেক স্বাক্ষর করিয়া আমার হাতে দিয়া, ইংরাজীতে বলিলেন, "This is my unconditional gift." আমি মনে ভাবিলাম, ট্রক্ট নিয়োগ প্রভৃতি যে-সকল বাধাবাধি অগ্রে ছিল, তাহা রাখিলেন না। চেকখানির প্রতি দৃষ্টিপাত করিয়া দেখি তি হাজার টাকার চেক। অগ্রে বন্ধুদের মুখে শুনিয়াছিলাম, তিনি দুই হাজারের অধিক দিবেন না, এরূপ ইচ্ছা প্রকাশ করিয়াছেন। তিরাং আমরা দুই হাজার টাকারই প্রত্যাশা করিতেছিলাম, সাত হাজার টাকা দেখিয়া আমি বিস্মিত হইয়া গেলাম । बझ्र्षि-(आबाब्र भूटुथब्र निटक फ्रांश्ब्राि) ८कबन जइछे ङ ? আমি—একটা বড় খারাপ হলো। আর একটু বস্ব মনে কবুছিলাম, কিন্তু ওটা পেয়ে আর বসতে ইচ্ছা করছে না। দৌড়ে গিয়ে দলে খবর দিতে ইচ্ছা করছে। नइनेि-(इांजिब्रा) छवि बांe । আমি চলিয়া গেলাম। কিন্তু এমনি আনন্দের আবেগ যে চেকখানি পকেটে না পুরিয়া মহৰ্ষির ঘরেই ফেলিয়া গেলাম। পথ হইতে আবার ফিরিয়া আসিলাম। ইহা লইয়া অনেক হাসাহাসি হইল। BB BBDuDDuD S DBDD D DBDBDDB DBDDBDBBDBD BDBDB মটুস লেনস্থ ভবনে গিয়া উপস্থিত হইলাম। গিয়া দেখি তঁাহারা কয়েক জনে বসিয়া সমাজের নানা বিষয়ে আলাপ করিতেছেন। আমি চেকখানি মিষ্টার বোসের সমক্ষে রাখিবা মাত্র তিনি দেখিয়া করতালি দিয়া উঠিলেন, এবং চেয়ার হইতে উঠিয়া সজোরে আমাকে