পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ANO) শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত white lie এর ব্যাখ্যা করিতে প্রবৃত্ত হইলেন। সে সকল কথা আমার মনঃপুত হইল না। আমি বলিলাম। এইরূপ প্রবঞ্চনা করিতে পারিব না। बांत्रिं औवप्न चांङ्ग-थक्बन nigRCr white liestag rfa asfgCV. DDB DD S DBBDBD DBBDS SDD BDD BDBDBDBD DDB সমক্ষে white lies সমর্থনা করিয়াছিলেন, তাহা বিশিষ্টরূপে অবগত আছি। এইজন্য আনুষঙ্গিকরাপে এ কথার এখানে উল্লেখ করিতেছি। যে দুই ব্যক্তিকে white lies সমর্থনা করিতে শুনিয়াছিলাম, সেই দুইজনকেই পরিণামে ঘোর প্রবঞ্চনা অপরাধে অপরাধী দেখিয়াছিলাম। মাডাম ব্লাভাটুঙ্কি মহাত্মাদের নামে চিঠি জাল করিবার অপরাধে অপরাধী হইয়া এদেশ ত্যাগ করিতে বাধ্য হন, উপেন্দ্রনাথ দাস। এদেশে অনেক প্রকার প্রবঞ্চনা করিয়া বিলাতে গিয়া সেই অপরাধে কয়েদ Sa i for Vsa StPass white lies af Essa 2faqf করিয়াছিলাম বটে, কিন্তু উপেনকে পরিত্যাগ করি নাই । বোধহয় এই ১৮৬৮ সালের মধ্যভাগে উপোনের প্রথম স্ত্রীর হঠাৎ মৃত্যু হইল। কিরূপে মৃত্যু হুইল বুঝিতে পারা গেল না। কারণ ডাক্তার দেখাইবার সময় হইল না। উপেনের মুখে শুনিলাম, হঠাৎ কলেরা হইয়া কয়েক ঘণ্টার মধ্যে মারা গেলেন। শোকটা পুরাতন হইতে না হইতে একদিন দুপুর বেলা উপেন কতিপয় বন্ধু সহ সংস্কৃত কলেজে আসিয়া আমাকে এল-এ ক্লাস হইতে ডাকিয়া পাঠাইলেন। বলিলেন, “তুমি শুনিয়া সুখী হবে, আমি এক বিধবাকে বিবাহ করতে যাচ্চি। মেয়েটি ভবানীপুরে আছে, চুরি করে DBBB BBDSS BDD DDB DDB DBDBBS BD BDD DBDDBDS DBB DB নাই।” মেয়ে এইরূপে চুরি করা ভাল কি না, আনিয়া কোথায় রাখা হইবে, কবে কিরূপে বিবাহ হইবে, এসকল প্রশ্ন মনে উঠিলই না।