পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত DD DDD DBD DBBBBSK DBBD DB DBLBS BDDB DD করিতে ভুলিয়া যাইতেছে। আমি বলিলাম, “তুমি আর-একটা জিনিস খেয়েছ, আমাকে বলছি না কেন ? তুমি মাছ খেয়েছ।” তখন তার বড় আশ্চর্য্য বোধ হইল। সে মনে করিল আমি পেটের বাহিরে অঙ্গুলি দিয়া মাছ খাওয়া ধরিলাম কিরূপে ? সে হাসিয়া বলিল, “তুমি জানণে কি করে?” আমি বলিলাম-“আঁ। খোকা, আমি পেটে আঙ্গুল দিয়ে মাছ খাওয়া ধর্ব্বতে পারি, তা বুঝি জানতে না ?” এইরূপে যখন দেখিলাম। সে একেবারে ভয়ভাঙ্গা হইয়াছে, তখন তার বই খান খুলিয়া তার সমুখে রাখিয়া বলিলাম-“দেখ তুমি খারাপ ছেলে আর আমি ভাল ছেলে।” সে জিজ্ঞাসা করিল, “কেন ?” আমি উত্তর করিলাম, “আমি পড়তে পারি, তুমি পড়তে পার না, এই দেখ আমি পড়ি।” এই বলিয়া “ক” “খ” “গ” “ঘ” করিয়া পড়িয়া চলিলাম। সে আমাকে পড়িতে দেয় না, বলিল আমিও পড়িতে পারি। আমি বলিলাম -“আচ্ছা পড়া।” তখন সে জোরে জোরে “ক” “খ” “গ” “ঘ” করিয়া পড়িয়া চলিল। অবশেষে আমি তাহাকে সর্বনিম্ন শ্রেণীতে তাহার ক্লাসে লইয়া গেলাম। গিয়া পণ্ডিত মহাশয়কে বলিলাম, “দেখুন, আপনি বলছিলেন, ও পড় বললেই কাদে, কিন্তু আমার কাছে ত বেশ পড়িল।” চাহিয়া দেখি পণ্ডিত মহাশয়ের পার্থে একগাছি চেটাল বঁাকারি রহিয়াছে, কোনও ছেলে না পড়িলে বা অবাধ্য হইলে তাহার পৃষ্ঠে বা তাহাকে চিত করিয়া শোয়াইয় তাহার পেটে ঐ বাকারি পড়ে। আমি বলিলাম, “ও বাকারি দেখিলে ওর বাবা হয়ত কাদে, ও ত কাঁদবেই। ও বাঁকারি আপনাকে ফেলে দিতে হবে।” তিনি বলিলেন, “তাহলে আর পড়াশোনা হবে না।” আমি বলিলাম, “আচ্ছা দেখুন। আপনার সম্মুখেই আমি পড়াই।” এই বলিয়া স্কুলের চাকরকে বলিলাম,-“একটা বড় মাছর