পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ পরিচ্ছেদ SS দয়া • করিয়া আমাকে স্কুলভবনে লইয়া গেলেন এবং চিকিৎসা করাইতে আরম্ভ করিলেন। আমার শুশ্রদ্ধযার ভার ব্রাহ্মসমাজানুরাগী কতিপয় ব্রাহ্ম যুবকের প্রতি ছিল। কিন্তু তাহারা তখনও হিন্দুসমাজসংস্থষ্ট আছেন ; তঁাহারা সমাজভয়ে আমাকে খাওয়ান ধোয়ান প্রভৃতি কার্যা সম্পূর্ণ করিয়া উঠিতে পারিতেন না, সেজন্য একজন মেথরজাতীয় স্ত্রীলোক রাখা হইয়াছিল। সে খোড়া ও দুর্বল, সে আমাকে তুলিয়া পায়খানায় লাইবার সময় প্রায় ফেলিয়া দিবার উপক্রম করিত। একদিন তার কঠিন হন্তে বন্দী হুইয়া টালিতে টলিতে আমি বলিয়া উঠিলাম, “I see my career is going to end in the arms of a sweeper woman" অর্থাৎ “একজন মেথরানীর বাহুপাশেই বা আমার জীবন শেষ হয়।” যেই এই কথা বলা অমনি দেখি একজন ব্রাহ্মণ যুবক আপনার গাত্রাবরণ উন্মোচন করিয়া, পৈতা কোমরে গুজিয়া বলিল, “লোকে যা করে করবে, আপনাকে এরূপ লাঞ্ছিত হতে কখনই দেব না।” এই বলিয়া সেই মেথরানীকে সরাইয়া দৌড়িয়া আসিয়া আমাকে বুকে করিয়া ধরিল এবং তদবধি পুত্রাধিক যন্ত্রে শুশ্রুষা করিতে লাগিল। তাহার প্রেম আমি কখনই ভুলিব না। এই পীড়ার সময়ের তিনটী বিষয় আমার স্মৃতিতে রহিয়াছে। প্রথম, আনার শারীরিক ধাতুর দুর্বলতা এত অধিক হইয়াছিল যে পড়িয়া পড়িয়া আমার মনে হইত যেন কে আমার সমগ্র শরীরের উপর দিয়া একখানা সীসা বা ইস্যুপাতের পাত বুলাইতেছে! দ্বিতীয় বিষয়টি অতি আশ্চর্য্য। আমি দারুণ মাথার যন্ত্রণায় অৰ্দ্ধনিদ্রিত অৰ্দ্ধজাগ্রত অবস্থায় অচেতন্যপ্রায় আছি, হঠাৎ ঘণ্টার শব্দের ন্যায় কি শব্দ শুনিতে পাইলাম। जांबांब cवांष श्णcबन चीव्र नली ७थन आबांब निकंद श्ष्छ, সে দিকে মনোনিবেশ করিবামাত্র যেন বহু বহু লোকের সন্মিলিত