পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VO9 বিবাহিত লোক ? তোমার না দেশে শ্রী আছে ? ভারতবর্ষের বিবাহিত মানুষেরা কি এরূপ ব্যবহার করতে পারে?” তারপর আমাদের সেই যুবকটীর মুখে যাহা শুনিয়াছি তাহা এই। “মেয়েটার এই কথাতে আমার যেন মনে হইল, যে, আমার বুকে একখানা শাণিত ছোরা বসাইয়া দিল ; আমার মাথা ভো ভো করিয়া ঘুরিতে BBBS BDD BDBB DB B D BD DD DBDD DBD BB BDBiDiB DDD DD LBDB LBBDDS DBDD টেবিলের উপর রাখিয়া চলিয়া গেল। আমি আর চা কি খাইব, চক্ষু মুদিয়া পড়িয়া ভাবিতে লাগিলাম। অনেকক্ষণ পরে উঠিয়া তাহার পতিকে এক পত্র লিখিলাম, তাহার সংক্ষিপ্ত মর্ম্ম এই । “আমি যে তোমাদের বাড়ী ছাড়িয়া যাইতেছিলাম, তাহার কারণ এই, তোমার স্ত্রীকে দেখিয়া প্রলুব্ধ হইতেছিলাম, যদিও সে বেচারি কিছু জানিত না। আজ আমি তাকে নির্জন ঘরে পাইয়া মনের আবেগ সংবরণ করিতে না পারিয়া অপমান করিয়াছি। কিরূপ অপমান করিয়াছি, তাহা তাহাকে জিজ্ঞাসা করিলেই জানিতে পরিবে। এখন তুমি আমার নিকট কি প্রতিশোধ চাও জানাইবে। যদি তুমি পদাঘাত করিয়া আমাকে তাড়াও, তাহাতে দুঃখিত হইব না ; যদি অর্থদণ্ড করা, কত অর্থ দিতে হইবে তাহা জানাইবে, আর আমার নিকট যাহা প্রাপ্য হইয়াছে, তাহার একটা বিল দিবে। কল্য sLBDBDD BDL LGBBK DDD BB DBDSS BDDD DBDBD BB করিতে বলিবে। আর আমি আজি সন্ধ্যার সময় তোমাদের সহিত আহার করিব না, আমার খাদ্যদ্রব্য আমার ঘরের টেবলে রাখিতে বলিবে, আমি বেড়াইয়া আসিয়া রাত্রে আহার করিব।” “সন্ধ্যার সময় এই পত্র তাহার পত্নীর হাতে দিয়া আমি বেড়াইতে গেলাম। তারপর রাত্রে আসিয়া দেখি, আমার টেবলের উপর আমার