পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ SW

  • আঙ্গারের সময় উপস্থিত হইলে বলিলেন, “কি পরের মত বাহিরে বসে খাবে, চল রান্নাঘরে গিয়ে মাকে বলি, হঁাড়ি হতে গরম গরম ভাত * তরকারি মার হাতে না খেলে সুখ হয় না।” এই বলিয়া দুজনে গিয়া রান্নাঘরে আহারে বসিলাম। যতদূর স্মরণ হয়, তার জননী গরম গরম ভাত তরকারি দিতে লাগিলেন, ও আমরা আহার করিতে লাগিলাম। ইঙ্গার পর হইতে শিশির বাবুরা অল্পে অল্পে ব্রাহ্মসমাজ হইতে সরিয়া পড়িলেন ।

“এই সময়ের আর-একটী বিবরণ স্মরণ আছে। প্রসন্নময়ী কলিকাতাতে আসিয়া গুচধর্ম্মে প্রবৃত্ত হইলেন বটে, কিন্তু কয়েক মাসের মধ্যেই ঠাঙ্গার স্বাস্থ্য, একেবারে ভাঙ্গিয়া গেল। আমার স্কলারশিপ মাত্র অবলম্বন, এদিকে আমার বি-এ পরীক্ষার বৎসর উপস্থিত। সাংসারিক চিন্তা, রোগীর সেবা, শিশুকন্যা হেমলতার রক্ষণাবেক্ষণ, এই সকল কারণে আমার পাঠের সমূহ ক্ষতি হইতে লাগিল। এই সময় স্বৰ্গীয় ডাক্তার অন্নদাচরণ খাস্তগির মহাশয় ও অপরাপর কতিপয় ডাক্তার বন্ধু जशा না হইলে, এই বিপদ-সাগর উত্তীর্ণ হইতে পারিতাম না। অবশেষে HHtSDD BB uDu KDK DBD B YYS LBBDD BD DBD সে সাতমাসে জন্মিয়াছিল। তাহাকে তুলার বিছানা করিয়া কৃত্রিম তাপ দিয়া বঁাচাইতে হইয়াছিল বলিয়া তাহার নাম তুলী হইয়া গিয়াছে, এবং তাহাই অদ্যাপি আছে। তাহার জীবন রক্ষা খাস্তগির মহাশয়ের চিকিৎসাপারদর্শিতার একটা উজ্জল প্রমাণ। সে যে বঁচিবে, কেহই তাহা মনে করে নাই। দুই এক মাস পরেই বায়ু পরিবর্তনের জন্য, কলাইঘাটার ণে কুঠতে উৎসব হইয়াছিল এবং যেখানে তদবধি আমাদের ব্রাহ্মবন্ধু নীলকমল দেব ছিলেন, সেখানে প্রসন্নময়ীকে রাখিয়া আসি এবং আমি ৩৩ নং মুসলমানপাড়া লেনে, যে বাসাতে রজনীনাথ রায়, নন্দলাল রায়,