পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NòR) O শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত প্রসন্নময়ী ও বিরাজমোহিনী উভয়েই সে কথা জানিতে পারিলেন। শুইবার BDBDDB BBBK DDLH BD LDD TD sBBD LD লাগিলেন। বিরাজমোহিনী মনে করিলেন, তিনিই এই সমুদয় কষ্টের কারণ, ইহা ভাবিয়া ঘোর বিষাদে পতিত হইলেন ; তাহারও চক্ষে জলধারা বাহিতে লাগিল । এই অবস্থাতে আমি মাতুলের সাহায্যের জন্য হরিনাভিতে গেলাম। গিয়া মাতুলের সোমপ্রকাশের সম্পাদক, স্কুলের সম্পাদক ও হেডমাষ্টার, তাহার বিষয়ের তত্ত্বাবধায়ক ও তাহার পরিবার-পরিজনের রক্ষক ও DBDuBuBBDB D DBLS D DD DBDB BD BD Duuu কাশীতে গেলেন। O দুই একদিনের মধ্যেই একদিন কেশব বাবু আমাকে ডাকিয়া পাঠাইলেন। তিনি বলিলেন, আমার দুই পত্নীকে যে ভাবে রাখিয়াছি, তাহা আর চলিবে না। তিনি ভয় করেন, যে, বিরাজমোহিনী আত্মহতা করিবেন। যদিও আমার মনে সে প্রকার ভয় ছিল না। কারণ, আমি কলিকাতায় আসিলেই তাহাকে বুঝাইতাম। যাহা হউক, অনেক তর্ক বিতর্কের পর স্থির হইল, যে, প্রসন্নময়ী আমার সঙ্গে হরিনাভিতে থাকিবেন, এবং বিরাজমোহিনীকে আশ্রম হইতে অন্য কোথাও রাখা হইবে, আমি শনিবারে সেখানে আসিয়া রবিবার তাহার সঙ্গে যাপন করিব। অতঃপর প্রসন্নময়ী আমার সহিত হরিনাভিতে গেলেন। নগেন্দ্র বাবু আশ্রম ছাড়িয়া আর-এক স্থানে কতিপয় বন্ধুর সহিত বাসা করিলেন ; বিরাজমোহিনী তাহদের সঙ্গে গেলেন। আমি প্রতি DD DBB DBD DDD SzS S BBD DBB DBL লাগিলাম। তখন আমি যে প্রণালীতে কার্য্য করিব বলিয়া স্থির করিলাম জাহা এই। বিরাজমোহিনী আমা হইতে বিযুক্ত হইতে চাহিলেন না,