পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fr 3. আশ্চর্য্য দানপ্রবৃত্তির নিদর্শন দেখিতাম। যে বাড়ীতে আমি থাকি,তাম, সে বাড়ীতে অনেকবার এইরূপ ঘটনা হইয়াছে, যে, মেয়েরা সায়ংকালীন আহারের পর বৈঠকঘরে বসিয়া পড়িতেছেন ও কাজ করিতেছেন, এমন সময় একটী মেয়ে খবরের কাগজ পড়িতে পড়িতে বলিয়া উঠিলেন, SDBLBLL S BBL DD DBBDBD DBBBDB DDDD DBD SS BDBB DDD ku DuBBD DBDBD BB DOS gi BBDB DBDDB DBDB DBDDt বিবরণ পড়িয়া শুনাইলেন। মা বলিলেন, “রোস, দেখি, দিবার নােত কি আছে।” এই বলিয়া তাহার হিসাবের পাতা আনিয়া হিসাব দেখিতে বসিয়া গেলেন। কিয়াৎক্ষণ পরে বলিলেন, “আমরা পাঁচ শিলিং দিতে পারি।” তখনি মনিঅৰ্ডার যোগে পাচ শিলিং। ঐ কাজের সেক্রেটারির নামে পাঠান হইল। দেখিয়া আনি ভাবিলাম, অপরাপর habit-এর ন্যান্ন, habit of charity S F S VENKT Serq si CF | GR GYC লোকের মনে habit of charity ফোটে নাই সে দেশের নানুষকে দ্বারে দারে ভিক্ষা করিয়া বেড়াইতে হয়। লোকে মুঠা করিয়া পয়সা ধরিয়া বসিয়া থাকে, যে জোরে মুঠ খুলিয়া লইতে পারে, সেই পায়, অন্যে পায় না, আমাদের দেশের যেন এই অবস্থা । আর-একবার কতিপয় ভদ্র পুরুষ ও মহিলার প্রতিষ্ঠিত একটা শ্রমজীবীদের সভাতে গেলাম। সেদিন আলোচ্য বিষয় ছিল, “পানাসক্তির অবৈধতা।” আমি সুরাপান-বিরোধী বলিয়া আমাকে তঁাহারা নিমন্ত্রণ করিয়াছিলেন। জাতীয় পানাসক্তির অনিষ্ট ফলের বিষয় বক্তাগণ DD DBB DBL BBBBBS DBBD DBDtS D DDY L EDLDDD অভিভূত হইতে লাগিল। অবশেষে তাহারা আমাকে কিছু বলিবার জন্য অনুরোধ করিতে লাগিলেন। আমি বলিলাম, “আমি সেই দেশ হইতে আসিয়াছি, যে দেশের পূর্বপুরুষগণ সুরাপানকে মহাপাতকের মধ্যে গণ্য