পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bobr दिनांर्थ भांौद्म जांच5ब्रिड শুনি, আমি মাতুলালয়ে গেলে তৎপর দিন যোগেনের মা কলিকাতায় আসিয়াছেন, যোগেন তাহাকে লইয়া ব্যন্ত হইয়া পড়িয়াছেন, এমন কি डैशब्र कांदह ब्रांबियांशन कब्रिड जांब्रड कब्रिवांछन। बेनॉनत्र बां BB DBBBD DDBD SDD DBDBDBuB BDDB BBD DDDD কলিকাতা ত্যাগ করিয়াছিলেন। এদিকে ঈশানের হাসপাতালের নাইট ডিউটী উপস্থিত। মহালক্ষ্মীর কাছে থাকে কে ? তাই আমাকে টেলিগ্রাম করিয়াছেন। আমি আসিয়াই যোগেনের মাকে দেখিতে গেলাম এবং যোগেনকে ও তাহার মাকে বলিয়া মহালক্ষ্মীর নিকট রাত্রিযাপন করিতে প্রবৃত্ত করিলাম। তিনি সমস্ত দিন সেখানে যাপন করিয়া রাত্রে বাড়ীতে আসিতে আরম্ভ করিলেন। কিন্তু আসিতে অনেক রাত্রি করিতেন। ঐ সময় আমি আহারান্তে মহালক্ষ্মীর ঘরে বসিয়া তাহাকে বাঙ্গলা ও ইংরাজী পড়াইতাম এবং দুজনে ধর্ম্মবিষয়ে আলাপ ও উপাসনা করিতাম। ফলতঃ এই কালকে যে আমার জীবনের শ্রেষ্ঠ কাল বলিয়াছি, তাহার কারণ এই, এইকালের মধ্যে আমার অন্তরে ধর্ম্মভাব ও ব্যাকুলত পুর্ণমাত্রাতে কাজ করিতেছিল, অপরদিকে বন্ধুদের প্রীতি ও শ্রদ্ধা পুর্ণমাত্রাতে ভোগ করিতেছিলাম। বস্তুতঃ আমার প্রতি ঈশান ও যোগেনের প্রীতি শ্রদ্ধা বিশ্বাস ও নির্ভরের যেন সীমা ছিল না। লিখিতে লিখিতে একটা কথা মনে হইতেছে, তাহা ইহার অনেক পরের ঘটনা। তখন ঈশান বোধ হয়। লক্ষ্মেী এর বলরামপুর হাসপাতালে কর্ম্ম করিতেন। সেই সময় একবার ছুটী লইয়া আসিয়া কলিকাতাতে ছিলেন। একদিন সন্ধ্যার পর আমি তাহাদিগকে দেখিতে গেলে, তিনি আমাকে আবদ্ধ করিয়া রাখিলেন ; আর বাড়ীতে আসিতে দিলেন না। বলিলেন, “আমার পরিবার সম্বন্ধে