পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VOOR 0 শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত দ্বিতীয় ঘটনাটী এই। জাহাজ যখন গিয়া ফ্রান্সের মাসোলিস বন্দরে দাড়াইল, তখন আমরা স্থির করিলাম যে একবার সহরটা দেখিতে যাইব । বড় বড় নৌকা আসিয়া জাহাজের মাল তুলিতেছে, আমি এক পাশে DD DBBDS BB BDDBBDS iD DuD DBBS DBDDBB S দেখিলাম, ফরাসি ভদ্রলোক দুই-একজন আসিতেছেন, তাহারা সেখান হইতে আরোহী হইবেন। তঁহাদের সঙ্গে তাহদের বন্ধুরা তাহাদিগকে তুলিয়া দিতে আসিয়াছেন। একজন ভদ্রলোক বন্ধুকে তুলিয়া দিয়া DDDD DB BBB DBDD sEBKLK uD BDS SBD আসিয়া নমস্কার করিয়া বলিলেন, “আপনি বোধ হয়। ভারতবর্ষ হইতে আসিতেছেন ?” আনি-ই ৷ প্রশ্ন- আপনাদের পথে ক্লেশ হয়,নাই তা ? আমি-না, আমরা বেশ আসিয়াছি। তিনি আমাকে চুরুট দিতে চাহিলেন, আমি তামাক খাই না শুনিয়া সেটী লুকাইলেন। শেষে বলিলেন, “আপনি কি তীরে যাইবেন ? সাবধান, ভাল ইনট্রারপ্রেটার লাইবেন, নতুবা লোকে ঠকাইবে।” এই বলিয়া যাইবার সময় একজন চেনা ইণ্টারপ্রেটারকে ডাকিয়া আমার কাছে দিয়া গেলেন। ইংরাজদের ব্যবহারের সহিত কি প্রভেদ ! সেই সমুদ্রযাত্রা বিষয়ে আর-একটী স্মরণীয় ঘটনা আছে। জাহাজে আরোহীগণ আপনাদের বিনোদনের জন্য নানাপ্রকার উপায় উদ্ভাবন করিয়া থাকে। সাহেব ও মেমদিগের নাচ, গান ও খেলা, সকলি চলি৩ে SDBS DBDDB BBB BDD BDB DDBBDD S BDD DS ক্লাসের আরোহীগণ এইরূপ নাচ, গান, খেলা আরম্ভ করিলেন। সেকেণ্ড ক্লাসে চীন দেশ হইতে কতকগুলি ইংরাজ মিশনারি, কলম্বো বন্দরে