পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q R শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত ৮ বৎসরের সময় কলিকাতায় আসিলে, আমিও তাঁহাদের সঙ্গে পদব্রজে quito (for DBDBK BDDD GD BkBK DB DDD DBLB LBLB করিত ; কিন্তু আমি কলিকাতায় তাহার বাসাতে আসিয়া দেখিয়াছি, DD DDBBDB DDB BBBDDD LBK HH YBD DDD DDDBB BD প্রতিপালিত হইতেছে। যাহা হউক। তিনি যে অতিশয় হিসাবী ও মিতব্যয়ী লোক ছিলেন তাহাতে সন্দেহ নাই। আমার মাতা ঠাকুরাণী স্বীয় পিতার গৃহস্থালীর সুব্যবস্থা ও মিতব্যয়িতা পাইয়াছিলেন। আমার মাতামহী ঠাকুরাণী আকৃতি ও প্রকৃতিতে মাতামহ হইতে বিভিন্ন ছিলেন। মাতামহ সম্বৎসরের চাল ডাল গোলাতে সঞ্চয় করিতেন, মাতামহী। দরিদ্র স্ত্রীলোকদিগকে গোপনে ডাকিয়া সেই চাল ডাল অঞ্চল ভরিয়া দান করিতেন ; টাকা কড়ি সর্ব্বদা দুই ভাতে দান করিতেন। এজন্য তাহার পতি বা পুত্র ভঁাহার হন্তে সংসারের টাকা রাখিতেন না ; আপনাদের নিকট রাখিতেন। কিন্তু মাতামহীর নিজ ব্যয় বলিয়া তাহার হস্তে যাহা দেওয়া হইত,তাহা হইতেই দান ধ্যান চলিত। এইস্থানে মাতামহী ঠাকুরাণীর সদাশয়তার কয়েকটা নিদর্শন দেখাই । আমার পিতা আমাকে কলিকাতায় রাখিয়া গেলে সময় সময় আমার ভয়ানক অর্থাভাব হইত। তখন অনন্যেপায় হইয়া আমি মাতুলালয়ে যাইতাম, মামীদিগকে আমার অভাব জানাইতে সাহস করিতাম না। DBDDBDD DBD DBDBDBDB BDB DBDD BBBDB DB DD DBBDBD গেলে, রাত্রে আমাকে স্বীয় শয্যাতে লইয়া, গলা জড়াইয়া শুইতে ভাল বাসিতেন। এই নিয়মে তিনি আমায়। উনিশ বিশ বৎসর। পর্যন্ত রাখিয়াছিলেন। তিনি কিরূপে আমাকে আলিঙ্গন পাশে বঁধিতেন। তাহা স্মরণ করিলে এখনও চক্ষে জল আসে। যাহা হউক যে জন্য এ বিষয়টা