পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ Riva হইয়াছি। ভোলানাথ সারাভাই সুকবি ছিলেন, তিনি ভজন সঙ্গীত রচনা করিয়া গুজরাটী সঙ্গীতে অমৃত ঢালিয়া দিয়া গিয়াছেন। তাহার ভজনাবলী এখনও ঘরে ঘরে গীত হইতেছে। গুজরাট হইতে ফিরিয়া বোম্বাই নগরে আসিয়া আমি কলিকাতার বন্ধুদের টেলিগ্রাম পাইলাম যে অবিলম্বে কলিকাতায় ফিরিতে হইবে। আমি ও লালসিং জব্বলপুর হইয়া এলাহাবাদ যাত্রা করিলাম। এলাহাবাদ পৌঁছিলো লালসিং টেলিগ্রাম পাইলেন যে, তাহার জননী গুরুতর পীড়িত, ঠাঙ্গাকে অবিলম্বে অমৃতসরে যাইতে হইবে। আমাদের বিচ্ছেদের দিন আসিল। এতদিনের পর আমাদের বুলি পরীক্ষা করিয়া দেখি, আমার কলিকাতা পৌছিবার ও লাল সিংহের অমৃতসর পৌছিবার মত টাকা চইয়া দুই টাকা বেশী আছে। সে দুই টাকা আমার সঙ্গেই রহিল। আশ্চর্য্যের বিষয় এই কলিকাতা পৌঁছিতে, কি কি কারণে স্মরণ নাই, সে দুই টাকাও গেল। কি আশ্চর্য্য ভগবানের কৃপা ! করুণাময় ঈশ্বর অনেকবার এইরূপে আমাকে প্রচারকার্য্য করাইয়াছেন। ধন্য তাহার করুণা ! এই প্রচার-যাত্রা-কালের কয়েকটি ঘটনা স্মরণ sit প্রথম, যেদিন স্বগীয় রাণাডে৷ মহাশয়ের সহিত প্রণাম সাক্ষাৎ হয় সেদিন একটা স্মরণীয় দিন। সেই দিন প্রাতে চন্দাবারকার আসিয়া আমাকে বলিলেন, আমাদের বোম্বাই প্রেসিডেন্সির শিক্ষিতদলের নেতা মিঃ রাণাডে৷ মহাশয় গত রাত্রে তাহার কর্ম্মস্থান হইতে বোম্বাই আসিয়াছেন। অমুক স্থানে আছেন, চলুন তাহার সহিত দেখা করাইয়া দিই। আমি তৎক্ষণাৎ বাহির হইলাম। পথে ভাবিতে ভাবিতে চলিলাম যে, বোম্বাইয়ের শিক্ষিত দলের নেতা ও গবর্ণমেণ্টের উচ্চ কর্ম্মচারীর সহিত BBE DDBSKBDD D DDBD DDD BBD S DBDBDBDBBB BHDB SR)