পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । y সুন্দরীর ভ্রাতৃগণ হারিস্কা গেলেন। সে বয়ঃপ্রাপ্ত ও স্বেচ্ছাক্রমে আসিয়াছে বলিয়া স্থির হইল। আন্দোলন ও সংবাদপত্রের গালাগালি চলিতে লাগিল। কেবল সংবাদপত্রের গালাগালি নহে। একদিন ভাতাহাতিও ভঙ্গল । সেদিন পাদরী ভন (Vaugham ) সাহেব, র্যাহার আশ্রয়ে গণেশ মুন্দরী ছিলেন, তিনি কলেজ স্কোয়ারের কোণে প্রচার করিতে BDDDBBBB S S SBD DBBD BKuDDD DBD YS DBB BDDS যুপের ন্যায় আসিয়া পড়িয়া তাহাকে আক্রমণ করিল। পাদরী সাহেব ঘূর্ষি চিল ঢেলা খাইয়া ধাবিত হইয়া সংস্কৃত কলেজের সম্মুখস্থিত শ্যামাচরণ দে বিশ্বাস মহাশয়ের ভবনে আশ্রয় লইয়া নিরাপদ হইলেন। ঐ বাড়ীর লোকে আক্রমণকারী যুবকদিগকে তাড়া করিল, তাহারা কোন গলি দিয়া কোথায় পলাইল। তখন পাদরী সাহেব বলিলেন, “কি বলিব, পুরোহিত, নতুবা আমি তিন ব্যক্তি নিপাত করিতে পারিতাম।” শুনিয়া আমরা অনেক হাসিয়াছিলাম। সাঙ্গা হুউক সংবাদপত্রের আন্দোলন থামিল বটে, কিন্তু ব্রাহ্মযুবকগণ গণেশ দুন্দরীর ভ্রাতৃগণের সহিত পরামর্শ করিয়া তাহাকে औटीवशिव ঙ্গ স্ত হইতে উদ্ধার করিবার জন্য লাগিল। শোনা গেল, তিনি শ্রীষ্টায়গণের নিকট সুপে নাই; আপনার ভ্রম বুঝিতে পারিয়াছেন এবং স্বীয় জননীর DD DBBL BBBLLDSDBD DDD DBDBDD DBBDBD DBBBS জননী লইতে সাহস করিতেছেন না। এই অবস্থাতে উদ্ধারকারী ব্রাহ্মগণ আসিয়া গণেশানুন্দরীকে স্বীয় পরিবারে লইবার জন্য আমাকে ধরিলেন। আমি তখন নূতন সংসার পাতিয়া ঘরকন্না করিতেছি। আমি বালিকাটির অবস্থার বিষয় চিন্তা করিয়া “না” বলিতে পারিলাম না। ভাবিলাম, আমাদের আহারের যদি দুমুটা জুটে ত তারও জুটিবে। গণেশকুন্দরী আবার পলাইয়া শ্রীষ্টীয়দিগের আশ্রয় হইতে আমার ভবনে আসিলেন।