পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ পরিচ্ছেদ 89) বিদ্বেষবুদ্ধি আরও প্রকাশিত হইল। সেটা দশহরার সময়। এই দশহরার সময় ইন্দোরাধিপতি পাত্রমিত্রসহ হস্তী আরোহণে সসৈন্যে বাহির হুইয়া থাকেন। বহুকাল হইতে এই প্রথা চলিয়া আসিতেছে। এই দশহরা যাত্রার দিন আমি আমার বন্ধু সদাশিব পাণ্ডুরঙ্গ কেলকারের সহিত যাত্রা দেখিতে গেলাম। রাজপথের উপর বিপুল জনতা হওয়াতে আমরা BDDBK DDBBDS BD DL DLL D BBD BBDS সেখানে ভিড় ছিল না। তৎপরদিন হােলকার মহারাজার পুত্রের শিক্ষক আমাদিগকে বলিলেন, যে, মহারাজা হোলকার তীহাকে বলিয়াছেন, “আমি অমুক মাঠে কেলকারের পার্থে যেন পণ্ডিত শিবনাথ শাস্ত্রীকে দেখিলাম, তিনি কি এখানে আসিয়াছেন ?” উত্তর-আজ্ঞে হাঁ, এখানকার ব্রাহ্মসমাজের উৎসব চলিতেছে ; সেইজন্য তিনি আসিয়াছেন। BDDDSLqBB BBDB DBDD D DD iBBBDBD DDD BDBDDB DBDB VING উত্তর-আজ্ঞে তিনি দুই এক দিনের মধ্যেই চলিয়া যাইবেন। BB DD BBDBB DB BDDBBDBDBDB BBTD DDD DDDDSD রাখিয়াছেন এবং তাহার পুত্রকে তাহার পদে অভিষিক্ত করিয়াছেন। রাজার অব্যবস্থিতচিত্ততা ও অতিরিক্ত প্রভুত্বপ্রিয়তা বোধ হয় তাহার কারণ। ইহার পরে একটী শোচনীয় ঘটনা ঘটে। আমার শ্রদ্ধাস্পদ বন্ধু নবীনচন্দ্র রায়, কলিকাতাতে একটী বাসভবন নির্ম্মাণ-কার্য্য শেষ করিবার জন্য আমার ভবনে আসিয়া বাস করেন। ঐ কার্য্যের তত্ত্বাবধানের জন্য তাহাকে গুরুতর শ্রম করিতে হয়। তাত্তিয় তাহার চিরদিন উত্তর-পশ্চিমাঞ্চলে বাসের অভ্যাস ছিল, তাহার আহারাদির নিয়ম স্বতন্ত্র ছিল, তাহা BDBDBBDBDB DDu BDBDB DS DDDBB BDDDBiDDBDS