পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৬৮, ৬৯ ] সংস্কৃত বেণীসংহাব নাটকেৰ অভিনয় ঠিক কবিয়া, কলিকাতা হুগলী কৃষ্ণনগব প্রভৃতি কলেজ-সকলেব বি-এ * ক্লাসেব ছাত্রাদিগকে টিকিট প্রেবণ কবিয়া নিমন্ত্রণ কবিয়াছি, এমন সময়ে এই অভিনযেব বিকদ্ধে আমাদেব কলেজেব মধ্যেই মহা আন্দোলন উপস্থিত হইল। পণ্ডিত মহাশয়েব বলিতে লাগিলেন যে ছেলেৰা পড়াশুনা ছাডিয়া কেবল অভিনয় লইয়া মাতিয়াছে। আব্ব বাস্তবিক তঁহাদেব অভিযোগ কবিবাবে কাবণও ছিল । আমবা যাহাদিগকে অভিনেতা কবিষাছিলাম, তাঙ্গাবা কিছু বাড়াবাড়ি কবিতে লাগিল। যাহাকে দুর্য্যোধন কবিয়াছিলাম। সে ভানুমতীকে ক্লাসেব মধ্যেই প্রেয়সী বলিয়া ডাকিতে লাগিল, এবং তাহাব কণ্ঠলিঙ্গন কবিয চুম্বন কবিতে লাগিল, ইত্যাদি। এই-সব কাবণে পণ্ডিত মহাশয়দিগেব। আপত্তি প্রবল হইয়া উঠিল। আমি ইহাব মধ্যে আছি জানিয়া তাহাবা একদিন আমাকে ডাকিযা পাঠাইলেন। আমি গিয়া দেখি যে সভাতে আমাদেব প্রিলিপাল, বড় বড় অধ্যাপকগণ, আমাৰ মাতুল মহাশয়, ও অপবাপৰ পণ্ডিতগণ সকলেই সমাসীন আছেন। আমি ত দেখিযাই কঁাপিয়া গেলাম। দণ্ডাহঁ অপবাধীব ন্যায় তাহাদেব সম্মুখে ভয়ে ভয়ে দাড়াইলাম। প্রিন্সিপাল সর্বাধিকাৰী মহাশয় তাহাদেব মুখপাত্রস্বরূপ হইয়া বলিলেন, “আমাদের কাহাবও ইচ্ছা নয় যে, তোমবা এই অভিনয় কব ; ছেলেবা খাৰাপ হইয়া যাইতেছে, তুমি ইহাব ভিতব কিৰূপে গেলে ?” আমি । আজ্ঞে, আমি আগে ইহাৰ ভিতব ছিলাম না, পৰে গিয়াছি। এবাব বেণীসংহাব বি-এ কোসে আছে ; অভিনয় কবিয়া দেখাইলে আমাদেবও উপকাব, অন্য ছেলেদেবও উপকার। প্রিন্সিপাল। তাহা হইলেও কলেজেব ছেলে খারাপ কিবা কি ভাল ? আমি । যা কিছু দেখিতেছেন দুদিনের জন্য ; তাব পর সব খামিয়া যাইবে । একজন অধ্যাপক। না না, তাহ হাঁটুবে না । ওসব বন্ধ করিয়া দাও।