পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ROo শিবনাথ শাস্ত্রীর আত্মচাবিত [ ১০ম পবিঃ আনিয়া কাগজ চালাইতেছি । সংস্কৃত কলেজের ছাত্র ও আমার সুপরিচিত এক ব্যক্তিকে তখন আমার সহকারীরূপে গ্রহণ করিয়াছিলাম । আমার সহকারী মধ্যে মধ্যে অমৃতবাজার আপিসে যাইতেন। এক দিন তিনি আমাকে বলিলেন, “আজ শিশির ঘোষের অনুবোধে একটা খারাপ কাজ করে এলাম। ইণ্ডিয়ান লীগের এক মীটংয়ে হাত তুলে আনন্দমোহন বসু ও মনোমোহন ঘোষকে পবাস্ত করে এলাম।” আমি বলিলাম, “সে কি ? তুমি ত লীগের মেম্বর নও।” তিনি বলিলেন, “তইতে ত বলছি খারাপ কাজ করে এলাম , শিশিব বাবুর অনুরোধেই করেছি।” ইহার পর আনন্দমোহন বাবু ও মনোমোহন বাবু লীগ ত্যাগ করিলেন। লীগও ক্রমে উঠিয়া গেল। তদবধি শিশির বাবুদের প্রতি আমাব আস্থা চলিয়া গেল , কিন্তু আনন্দমোহন বাবু বহুদিন পুরাতন বন্ধুতা ভুলিতে পারিলেন না , কাজে কম্মে তাঁহাদেব সহিত সম্বন্ধ রাখিলেন । “পঞ্চ প্রদীপ ।”-এদিকে আমি, কেন্দাবনাথ রায়, নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, শ্রীযুক্ত কালীনাথ দত্ত ও শ্রীযুক্ত উমেশচন্দ্র দত্ত, এই পাঁচজন বন্ধু একত্র হইয়া ধর্ম্মসাধনের জন্য একটী ক্ষুদ্র দল করিলাম। আমরা পাঁচজনে একত্র বসিতাম, প্রাণ খুলিয়া ধর্ম্মবিষয়ে কথাবার্ত্তা কহিতাম, নানাস্থানে মিলিত হইয়া উপাসনা করিতাম। মধ্যে মধ্যে BBBBBDB BKK DBD DBB BD DDBD DD DBBDS S DDD আমাদের নাম রাখিলেন “পঞ্চপ্রদীপ ” একদিন বলিলেন, লোকে পঞ্চপ্রদীপ যেমন দেবতার আরতি করে, তেমনি তোমরা পঞ্চপ্রদীপে ঈশ্বরের আরতি করিতেছ। নামটী আমাদের বড় ভাল লাগিল । আমরা আপনাদের মধ্যে আমাদের সন্মিলনকে পঞ্চপ্রদীশের সন্মিলন ৰালিতে লাগিলাম । gDDL STii BBDLDLL DBLBY LDBB S DB LBLLL