পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RAR শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত [ »२ *निः বিদ্যারত্ন ভায় পূর্ব হইতেই আমাদের সঙ্গে যোগ দিয়া কার্য্য করিতেছিলেন। তিনি ব্রাহ্মধর্ম্মে দীক্ষিত হওয়ার পর তাহার পত্নী তাহার সঙ্গে আসিলেন না। তাঁহার-শ্বশুর একজন প্রসিদ্ধ তান্ত্রিক সাধক ছিলেন, এবং বিষয়ে নিলিপ্ত হইয়া স্থানে স্থানে ভ্রমণ করিতেন । তিনি বোধ হয় বালিকা কন্যাকে ব্রহ্মজ্ঞানীর সঙ্গে আসিতে দিলেন না । যে, কারণেই হউক, তাহার পত্নী জ্ঞানদা অনেক বৎসর আমাদের কাছে আসেন নাই। সুতরাং বিদ্যারত্ন ভায় নিজ শ্বশুরের ন্যায় স্বাধীনভাবে নানাস্থানে ব্রাহ্মধর্ম্ম প্রচার করিয়া ভ্রমণ করিতে লাগিলেন। সমদর্শীদলের সহিত কেশব বাবুর দলের মিশ থাইতেছে না দেখিয়া তিনি আর সে দিকে ঘোঁসিলেন না, স্বাধীন ভাবেই কার্য্য করিতে লাগিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ তাহাকে বিশেষ অনুগ্রহ করিতেন ও তাঁহাকে সাহায্য করিতেন। সাধারণ ব্রাহ্মসমাজ স্থাপিত হইলে তিনি ইহার উৎসাহী প্রচারকদিগের মধ্যে একজন হইলেন, সুতরাং তাঁহাকেও মনোনীত করা হইল । বাৰু গণেশচন্দ্র ঘোষ ইতিপূর্বে আসামে বিষয়কার্য্যে লিপ্ত ছিলেন। এই সময় বিষয়কার্য্য হইতে অবস্থিত হইয়ী স্বাস্থ্যলাভের উদ্দেশ্যে মুঙ্গের সােহরে আমার পরিবারগণের সহিত বাস করিতেছিলেন । সাধারণ ব্রাহ্মসমাজ স্থাপিত হইলে, তাহারও প্রচারক দলে প্রবেশ করিবার ইচ্ছা! হইল। তিনিও মনোনীত হইলেন। SBBE sLEELE sD DL SSTuBDBLEE DDDD S DDB আমরা নানাদিকে প্রচার-কার্য্যার্থ বহির্গত হইয়াছিলাম। ২৪শে মে ১৮৮ তারিখে আমি বেহার ও উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে যাত্রা করি । প্রসাির্মী ও বিরাজমোহিনী তখন সন্তানদিগকে লইয়া মুঙ্গোরে বাস। করিতেছিলেন, আমি প্রথমে সেখানে গেলাম। সেখানে আরকানাথ ৰাগচী নামে একজন জগায়ক ব্রাদ্ধবন্ধু ছিলেন। তাঁহাকে সঙ্গে BBD S SDD DBDBB BDBDLiLLD DDBDB DBB DD D DB BDDB