পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

870 শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত [ পরিা পাঠাইলেন। চাকর আসিয়া বলিল, “কাম্বায়ণ বাড়ীর বড় কর্তা, বাবুদের কাছারীতে বসে আপনাকে ডাকছেন।” বাবা বলিলেন, “বাবুদের কাছারীতে বসে কেন ?” চাকর সে বিষয়ে কিছুই বলিতে BBB DS DBBDBB DDBD DD BD DBBD KSDDD DB DBBBDS দাদা ডাকিয়াছেন, না গেলেও নয়। অবশেষে অনিচ্ছাক্রমে গেলেন ; তখন বাবুদের কৌশলের কথা মনেই আসিল না। সেখানে উপস্থিত DD BBBS D DBD L DBD DO DBD DBBDBDS S DDD SBBDB দেখিয়াই বাবা গম্ভীর হইয়া গেলেন ; জিজ্ঞাসা করিলেন, “আপনি আমাকে ডেকেছেন কেন ?” বড় কর্ত্তা দেখিয়াই বুঝিলেন, গতিক ভাল নয়। তখন বড় বাবুকে লক্ষ্য করিয়া বলিলেন, “‘বাবু, আমি বলাতেই হারাণের বলা হচ্চে। আমি বলছি শুনুন ; আমাদের বীে কলকাতায় গিয়ে আছেন বটে, কিন্তু ছেলের বাড়ীতে নাই ; তঁরই বাড়ীতে তঁর কাছে ছেলে আছে।” যেই এই কথা বলা, অমনি বাবা দ্রুতবেগে সে স্থান ত্যাগ করিয়া আসিলেন ; এবং বড় কর্ত্তা তাহাকে অপমানিত করিলেন বলিয়া, তদবধি তিন বৎসর তঁহার মুখ দর্শন করিলেন না । বাবাকে যে বিদ্যাসাগর মহাশয়ের ন্যায় একগুয়ে কলিয়াছি, তাহারও অনেক দৃষ্টান্ত আছে; তাহার কয়েকটি উল্লেখ করিতেছি। প্রথম একগুয়েমের দৃষ্টান্ত, আমার দ্বিতীয় বিবাহ। অগ্রেই বলিয়াছি যে, বাবা কোনও কারণে আমার প্রথমা পত্নী প্রসন্নময়ীর প্রতি ও তাহার আত্মীয় স্বজনের প্রতি বিরক্ত হইয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন যে, প্রসন্নময়ীকে BD DDD DDBD DDBBDBDB BBDB BDS SDDBBDB sBS SsgBDB হইতে বিচলিত করিবার জন্য অনেকে চেষ্টা করিয়াছিলেন। আমার মাতা ইহাৱা বিরোধী ছিলেন ; আমি তখন ১৭১৮ বৎসরের ছেলে, আমি অমিত প্রকাশ করিয়াছিলাম ; আমার মাতামহী প্রসন্নময়ীকে ভাল বাসিতেন,