পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»vvF,d o নবীনচন্দ্র বায়ের মৃত্যু 88 ব্রাহ্মবালিকা-শিক্ষালয়ের প্রথম কল্পনা -ব্রাহ্মপাড়ায় ছোট ছোট ছেলেমেয়োদিগকে সর্বদা সমাজের মাঠে খেলিতে দেখিয়া মনে চিন্তা করিতে লাগিলাম, ইহাদিগকে বেথুন স্কুল প্রভৃতি বিদ্যালয়ে না পাঠাইয়া এদের জন্য একটী ছোট স্কুল করা যাক। স্কুলটা তিন ঘণ্টা বসিবে, এবং কিণ্ডারগার্টেনের অনুরূপ প্রণালীতে তাহাদিগকে শিক্ষা দেওয়া হইবে। এই ভাবিয়া প্রথমে কতকগুলি শিশু সংগ্রহ করিয়া পড়াইতে আরম্ভ কবা গেল। স্কুলটীিতে বালিকাই অধিক জুটিল, সঙ্গে শিশু বালকও থাকিত । নাম রাখা গেল ব্রাহ্মবালিকা-শিক্ষালয় । আমি নিজে সর্বনিয়া শ্রেণীতে বোর্ডের সাহায্যে ছবি আঁকিয়া পড়াইয়া দেখাইতাম, কেমন করিয়া পড়াইতে হয়। সে সময়কার কোন কোন শিক্ষক ‘ সেই সময় হইতে শিশুশিক্ষার একটা धैऊन ভাব পাইলেন, এবং উত্তরকালে কিণ্ডারগার্টেন শিক্ষক হইয়া উঠিলেন। ক্রমে এই শিক্ষালয়টি বড় হইয়া উঠিল । ইহাকে বিশ্ববিদ্যালয়ের সহিত যুক্ত করিবার ইচ্ছ। আমার ছিল না। আমি ইহাতে নুতন পণালীতে শিক্ষা দিবার ইচ্ছা করিয়াছিলাম, এবং তদনুরূপ আয়োজন কবিতেছিলাম। কিন্তু সমাজের সভ্যগণ ইহাকে বিশ্ববিদ্যালয়ের সহিত যক্ত করিয়া ফেলিলেন, এবং শ্রদ্ধেয় গুরুচরণ মহলানবিশের প্রতিষ্ঠিত বালিকা বোর্ডিংকে ইহার সহিত যুক্ত করিয়া ইহাকে এক প্রসিদ্ধ বালিকা-বোডিং-স্কুল করিয়া তুলিলেন। পরে আমি ইহার সহিত সাক্ষাৎ স“ শ্রব ত্যাগ করিলাম । नौनष्का ब्रांद्र श्ट्र -»०० गांप्णब्र आंद्वेि भाग थक्षी শোচনীয় ঘটনা ঘটে। আমার শ্রদ্ধাস্পদ বন্ধু নবীনচন্দ্র রায় কলিকাতাতে একটীি, বাসভবন নির্ম্মাণ-কার্য শেষ করিবার জন্য আমার ভবনে আসিয়া বাস করেন। ঐ কার্য্যের তত্ত্বাবধানের জন্য তঁহাকে গুরুতন্ত্র শ্রম করিতে হয়। তদ্ভিন্ন তাহার চিরদিন উত্তর-পশ্চিমাঞ্চলে বাসের অভ্যাস ছিল,