পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qo শিবনাথ শাস্ত্রীব আত্মচবিত [ S¢ማ °ቭማ፡ ব্রাহ্মণের আহার শূন্দ্রে দেখিতে পায় না।--মন্দ্রিাজ সমাজের কতিপয় সভ্য আমাকে লাইতে আসিয়াছিলেন, তাহারা আমাকে লইয়া এক বাড়ীতে তুলিলেন। দেখিলাম, তাহার উপরতালা আমার জন্য ভাড়া করিয়া রাখিয়াছেন, এবং সমাজের ব্রাহ্মণ সভ্য বুচিয়া পাণ্টলু মহাশয়ের বাড়ী হইতে আমার ভাত আনিয়া দিবার জন্য এক ব্রাহ্মণ বালক নিযুক্ত করিয়াছেন । যথাসময়ে স্নান করিয়া বসিয়া আমি সমাগত ব্রাহ্মগণের সহিত আলাপ করিতেছি, এমন সময় সেই ব্রাহ্মণ বালক আসিয়া ইংরাজীতে আমাকে আহারের জন্য ডাকিল। আমি আহার করিতে যাইবার সময় সমবেত বন্ধু দিগকে বলিলাম, “চলুন, আমি আহার করিব, আপনার BBB DBBB DBBK DBBD SS S DDDD DDDD BDBBBB DSDD DBBD আসিলেন না । আমি গিয়া আহারে বসিয়া সেই ব্রাহ্মণ বালককে ইংরাজীতে বলিলাম, “উহাদিগকে আসিতে বল, আর বসিবার জন্য চেয়ার দাও।” সে আশ্চর্য্যান্বিত হইয়া জিভ কাটিয়া বলিল, “ They are Sudras, how can they see you cating p” ( Ss, ss f attitt খাওয়া দেখতে পারে ? ) পরে জানিলাম, এই কারণেই তাহারা আমার সঙ্গে আসেন নাই। অনুসন্ধানে জানিলাম, সেদেশে ব্রাহ্মণের আহার শূদ্রের দেখিবার অধিকার নাই। এমন কি “চেটী” প্রভৃতি কোন কোন সম্প্রদায়ের মধ্যে পিতার আহার পুত্রে দেখিবার অধিকার নাই। ব্রাহ্মণ শূদ্র একসঙ্গে পথে পথিক হইলে ব্রাহ্মণকে কাপড়ের কাণ্ডার খাটাইয়া তন্মধ্যে আহার করিতে হয় । মান্দ্রাজে বক্তৃতা ।-ইহার পর আমি মেম্বারদিগের সহিত জাতিভেদের অনিষ্টকারিত বিষয়ে কথা কহিতে লাগিলাম, এবং সে বিষয়ে একদিন বক্তৃতাও করিলাম। সহরে হুলস্থূল পড়িয়া গেল। এই DBDBDBS DBD DDBz BB StDDDD DBDBk uDDD S DBBD BDBDBB সাধারণ ভাবে একটী বক্তৃতা করি। তাহার মধ্যে প্রসন্ধ্যক্রমে ভারতীয়